পর পর দু’দিনে অনেকটা সস্তা হল সোনা। ফাইল চিত্র
গত কয়েকদিন ধরেই সোনার দাম একটু একটু করে কমছে। কিন্তু বৃহস্পতি ও শুক্রবার এক লাফে অনেকটাই কমে গেল দর। গয়নার সোনার ১০ গ্রাম প্রতি দাম নামল ৪৬ হাজার টাকার নিচে। শুক্রবার কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম হয়েছে ৪৫,৯০০ টাকা। সেখানে একই পরিমাণ ২৪ ক্যারাট সোনার দাম হয়েছে ৪৮,৬০০ টাকা।
বৃহস্পতিবার ২২ ক্যারাট ও ২৪ ক্যারাট সোনার ১০ গ্রাম প্রতি দাম কমেছিল যথাক্রমে ৪৫০ ও ২৫০ টাকা। শুক্রবার দুই ধরনের সোনার দামই কমেছে ৪০০ টাকা করে। উল্লেখ্য, সেপ্টেম্বরের ৭ তারিখেও ২২ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম ছিল ৪৬,৮৫০ টাকা। ১০ দিনে সেটাই কমে ৪৫,৯০০ টাকা। অর্থাৎ এই সময়ে প্রায় এক হাজার টাকা কমেছে সোনার দর। ২৪ ক্যারাট সোনার ক্ষেত্রেও গত ১০ দিনে দাম ৪৯,৫৫০ টাকা থেকে কমে হল ৪৮,৬০০ টাকা।
মাস কয়েক আগে পর্যন্তও সোনার দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছিল। দেশের বিভিন্ন শহরে প্রতি ১০ গ্রাম হলুদ ধাতু পার করেছিল ৫০,০০০ টাকা। কিন্তু তাতে এই ব্যবসায় যুক্ত দোকান মালিক থেকে কারিগর, কারওরই লাভ হয়নি। কারণ, গয়না বা ধাতব সোনা নয়, লগ্নিপণ্য হিসেবে তার চাহিদা বৃদ্ধি পাওয়ায় বেড়ে গিয়েছিল দাম। তার ফলে চাপ বেড়েছিল ক্রেতারও। এখন আবার অন্য ছবি। সোনার দাম সর্বকালীন উচ্চতার (৫৩ হাজারের আশপাশে) তুলনায় এখন প্রায় ১২ শতাংশেরও নীচে। তার ফলে ক্রেতার কাছে ওই ধাতু এবং গয়নার চাহিদা বেড়েছে। আবার উৎসবের মরসুমের আগে মজুত ভান্ডার ভরার কথা ভাবছেন দিয়েছেন ব্যবসায়ীরা। এর ফলে সোনার চাহিদা ও আমদানি বাড়ছে। আর তাতেই নিম্নমূখী সোনা।