Gold Price hike

নজির গড়া দৌড়ে ক্লান্ত ক্রেতা-বিক্রেতা

সোনা-রুপোর এমন বেলাগাম দৌড়ে কার্যত নাভিশ্বাস উঠছে গয়নার ক্রেতা-বিক্রেতাদের। দু’পক্ষেরই প্রশ্ন, তা থামবে কবে?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৪ ০৫:৪৮
Share:

—প্রতীকী চিত্র।

মাত্র ২৫ দিনের মধ্যে ১০ গ্রাম পাকা সোনার (২৪ ক্যারাট) দাম বেড়েছে প্রায় ৬০০০ টাকা। ফলে চড়েছে গয়না তৈরির সোনাও। রুপো বেড়েছে কেজিতে ৮০০০ টাকা। কলকাতায় সোমবার নতুন নজির গড়েছে সেগুলি। পাকা সোনা এই প্রথম উঠেছে ৭২,১০০ টাকায়। জিএসটি নিয়ে ৭৪,২৬৩ টাকা। খুচরো রুপো জিএসটি ছাড়াই ৮২,০০০ টাকার দোরগোড়ায়। তার রেকর্ড ৮১,৯৫০ টাকা দাম কর-সহ হয়েছে ৮৪,৪০৮.৫০ টাকা।

Advertisement

সোনা-রুপোর এমন বেলাগাম দৌড়ে কার্যত নাভিশ্বাস উঠছে গয়নার ক্রেতা-বিক্রেতাদের। দু’পক্ষেরই প্রশ্ন, তা থামবে কবে? স্বর্ণ শিল্পমহল জানাচ্ছে, বিয়ের মরসুমের মুখে বড় অঙ্কের কেনাকাটা চলে বাজারে। নববর্ষ, অক্ষয় তৃতীয়াও আসছে। কিন্তু বহু ক্রেতা গয়নায় হাতই ছোঁয়াতে পারছেন না। বড় দোকানগুলি কম-বেশি ব্যবসা করছে। চটজলদি হালকা ওজনের গয়না এনে কিংবা নানা ছাড় দিয়ে বিক্রি বাড়াতে চাইছে। কিন্তু ছোট-মাঝারিদের অনেকেই ক্রেতার অভাবে শূন্য হাতে বসে। গয়নার বরাত তলানিতে ঠেকায় বিপাকে কারিগরেরাও।

কারিগর এবং ছোট দোকানগুলির সংগঠন বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির সাধারণ সম্পাদক টগর পোদ্দার বলছেন, ‘‘ক্রেতা নেই, বরাত নেই, ব্যবসা নেই। ছোট দোকানিরা কোথায় যাবেন? রুপোর গয়না, থালা-বাটি-গ্লাসের বিক্রিও প্রায় বন্ধ। ক্রেতারা বিপাকে। বরাত না পেয়ে বহু কারিগরও রোজগারহীন।’’ সোনার গয়নার পাইকারি বিক্রেতা চিত্তরঞ্জন পাঁজার মন্তব্য, পয়লা বৈশাখ, অক্ষয় তৃতীয়ার মুখে বিক্রি নেই। কেন্দ্র আমদানি শুল্ক এবং জিএসটি কমিয়ে দামে সুরাহা দিক।

Advertisement

পাকা সোনা বিক্রেতাদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল বুলিয়ন মার্চেন্টস অ্যান্ড জুয়েলারি অ্যাসোসিয়েশনের সেক্রেটারি দীনেশ কাবরার দাবি, বিশ্ব জুড়ে ভূ-রাজনৈতিক অস্থিরতাই সুরক্ষিত সম্পদ সোনার চাহিদাকে বাড়িয়ে ঠেলে তুলছে দামকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement