—প্রতিনিধিত্বমূলক ছবি।
কেন্দ্রীয় সরকার সোনা-রুপোর আমদানি শুল্ক কমানোর পরে এক ধাক্কায় অনেকটাই সস্তা হয়ে গিয়েছিল সোনা। জুলাই মাসের সেই সর্বনিম্ন দামের চেয়েও কমে গেল সোনার দর। আন্তর্জাতিক বাজারে দাম কমার কারণেই কলকাতায় বুধবার ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম হয়েছে ৬৯,২৭০ টাকা। অগস্টের ১ তারিখেও যা ছিল ৭০,৩৬০ টাকা। সে দিন ২২ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম ছিল ৬৪,০০০ টাকা। বৃহস্পতিবার তা কমে হয়েছে ৬৩,৫০০ টাকা।
গত ১০ দিনে ২৪ ক্যারাটের ১০ গ্রামের দাম বাড়তে বাড়তে ৭০,৬৯০ টাকায় পৌঁছয়। কিন্ত বুধ ও বৃহস্পিতবার মিলিয়ে ১০ গ্রামে দাম কমেছে ১,৩১০ টাকা। একই ভাবে এই দু’দিনে ২২ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম কমেছে ১,২০০ টাকা।
প্রসঙ্গত, সাধারণ বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেটে সোনা-রুপোর আমদানি শুল্ক কমানোর পরে হুহু করে পড়ে দাম। শুল্ক ছাঁটাই করার ঘোষণার পরে বাজেটের দিনই ১০ গ্রাম ২৪ ক্যারাট খুচরো পাকা সোনার দাম কমেছিল ৩,২৫০ টাকা। মনে করা হয়েছিল, শুল্ক ১৫% থেকে ৬% হওয়ার পরে দামে যা সংশোধন হওয়ার ছিল, তা হয়ে গিয়েছে। কিন্তু এখন দেখা যাচ্ছে, আরও কমের দিকেই যাচ্ছে। গয়না বিক্রেতাদের ধারণা, সোনার দাম এখনই খুব বেশি না কমলেও ৭০ হাজারের নীচেই থাকবে আরও কিছু দিন।
শুধু সোনাই নয়, রুপোর দামও একই ভাবে কমের দিকে। অগস্টের ১ তারিখে কলকাতায় এক কেজি রুপোর দাম ছিল ৮৭,১০০ টাকা। বৃহস্পতিবার একই পরিমাণ রুপোর দাম হয়েছে ৮২ হাজার টাকা। সাত দিনে দাম কমেছে ৫,১০০ টাকা।