নগদে সোনা কেনার নিয়ম। প্রতিনিধিত্বমূলক ছবি।
উৎসবে-উপহারে শুধু নয়, সঞ্চয়ের জন্য সোনা গুরুত্বপূর্ণ। সোনার দাম এমনিতেই অনেকটা কমেছে, সেই সঙ্গে পুজোর পরেই ধনতেরস, অনেকেই অপেক্ষা করে আছেন সোনা কেনার জন্য। সোনার গয়না হোক বা সোনার বার বা মুদ্রা, নগদে সোনা কেনার নির্দিষ্ট নিয়ম রয়েছে।
১৯৬১ সালের আয়কর আইন আইন অনুযায়ী, এক দিনে নগদে সর্বোচ্চ দুই লক্ষ টাকার জিনিস কেনা যায়। তাই, যদি নগদে সোনা কিনতে যান, তা হলে একই আইনে সর্বোচ্চ দু’লক্ষ টাকার সোনার গয়না কেনা যাবে। এর বেশি টাকার সোনা নগদে কিনতে গেলে সেটা বেআইনি হবে। সেই ক্ষেত্রে আইকর আইনে, যিনি টাকা নিচ্ছেন তাকে শাস্তি হিসাবে জরিমানা দিতে হবে। যেহেতু বিক্রেতাকেই জরিমানা দিতে হয়, তাই সাধারণত স্বর্ণ ব্যবসায়ীরা দু’লক্ষ টাকার বেশি নগদে গ্রহণ করেন না।
নিয়ম অনুযায়ী, দু’লক্ষ টাকার বেশি মূল্যের সোনা কেনার জন্য আধার কার্ড বা প্যান কার্ড দেখানো বাধ্যতামূলক। অনলাইনে লেনদেন করলেও এই নিয়ম কার্যকরী হবে।