Google-HP Tie UP

এইচপি-র সঙ্গে হাত মিলিয়ে ভারতে ল্যাপটপ উৎপাদন করবে গুগল, ঘোষণা সুন্দর পিচাইয়ের

এইচপি-র সঙ্গে হাত মিলিয়ে ভারতে ক্রোমবুক (ল্যাপটপ) তৈরি করবে গুগল। মঙ্গলবার এই ক্রোমবুকের উৎপাদন শুরু হওয়ার কথা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

চেন্নাই শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৩ ১৮:০১
Share:

ভারতে ল্যাপটপ তৈরির কারখানা গুগলের। প্রতিনিধিত্বমূলক ছবি।

এইচপি-র সঙ্গে হাত মিলিয়ে ভারতে ক্রোমবুক (ল্যাপটপ) তৈরি করবে গুগল। মঙ্গলবার এই ক্রোমবুকের উৎপাদন শুরু হওয়ার কথা। চেন্নাইয়ের ফ্লেক্স ফেসিলিটিতে এই ক্রোমবুক উৎপাদন করা হবে। প্রসঙ্গত, এই ফ্লেক্স ফেসিলিটিতেই এত দিন এইচপি-র ল্যাপটপ এভং ডেস্কটপ তৈরি হত।

Advertisement

গুগলের সিইও সুন্দর পিচাই সোমবার এক্স হ্যান্ডেলে এই প্রসঙ্গে লেখেন, ‘‘আমরা এইচপি-র সঙ্গে জোট বেঁধে ভারতে প্রথম বারের জন্য ক্রোমবুক উৎপাদন করতে চলেছি। এর ফলে পড়ুয়ারা কম খরচে এবং সহজে কম্পিউটার ব্যবহারের সুবিধা পাবে।’’

ক্রোমবুকগুলিতে অপারেটিং সিস্টেম হিসাবে গুগলের নিজস্ব ক্রোম অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়। এই ধরনের অপারেটিং সিস্টেম ইতিমধ্যেই লেনোভো, এইচপি, আসুস ব্যবহার করে। অন্য দিকে, ডেল ল্যাপটপ বা ডেস্কটপ উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করে। তাই, মনে করা হচ্ছে এই পদক্ষেপের ফলে অপারেটিং সিস্টেম ব্যবহারের ক্ষেত্রে ভারতের বাজারে গুগলের কর্তৃত্ব বাড়বে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement