গঙ্গাসাগরে তীর্থযাত্রীদের মোবাইলে যাতে ৫জি নেটওয়ার্ক পেতে অসুবিধা না হয় তার জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা। —প্রতীকী ছবি।
মঙ্গলবার সকাল ৬টা ৫৮ মিনিট থেকে শুরু হয়েছে মকর সংক্রান্তির পুণ্যস্নান। চলবে বুধবার সকাল পর্যন্ত। কিন্তু তার আগে থেকেই গঙ্গাসাগর মেলায় ভিড় জমিয়েছেন পুণ্যার্থীরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসছেন মেলায়। অনেকে ইতিমধ্যেই গঙ্গাস্নান দিয়েছেন। প্রশাসনের তরফে চলছে কড়া নজরদারি। গঙ্গাসাগরে পূণ্যার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা করেছে মুকেশ অম্বানীর টেলি পরিষেবা সংস্থা ‘রিলায়্যান্স জিয়ো’। বেড়াতে গিয়ে ভক্তেরা যাতে নেটওয়ার্কজনিত সমস্যার মুখোমুখি না হন, তার জন্যই ওই ব্যবস্থা।
কাকদ্বীপে, প্রধান গঙ্গাসাগর মেলাস্থলে প্রচুর পরিমাণ নেটওয়ার্ক ট্র্যাফিক সামলানোর জন্য বেশ কয়েকটি জায়গায় অস্থায়ী ‘সেল-অন-হুইলস’ পরিষেবা চালু করেছে জিয়ো। ‘সেল-অন-হুইলস’ হল একটি বিশেষ টেলিকম পরিকাঠামো, যা একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত মোবাইলের নেটওয়ার্ক পেতে সাহায্য করে। তীর্থযাত্রীদের মোবাইলে যাতে ৫জি নেটওয়ার্ক পেতে অসুবিধা না হয় তার জন্যও বিশেষ ব্যবস্থা করা হয়েছে জিয়োর তরফে। সাগরমেলা প্রাঙ্গণের আশপাশে নিরবচ্ছিন্ন পরিষেবা নিশ্চিত করতে নেটওয়ার্কের ঘনত্বও বৃদ্ধি করা হয়েছে। ডেটা ট্র্যাফিক শক্তিশালী করার জন্য স্থানীয় নেটওয়ার্কগুলির সঙ্গে মূল নেটওয়ার্ক জুড়ে দেওয়া হয়েছে। নেটওয়ার্ক নিয়ে পূণ্যার্থীরা যাতে অসুবিধার মুখে না পড়েন বা পড়লেও যাতে দ্রুত সমাধান করে দেওয়া হয়, তার জন্য মেলাস্থলে প্রযুক্তিবিদদেরও মোতায়েন করেছে জিয়ো। টেলি পরিষেবা সংস্থা জানিয়েছে, গঙ্গাসাগর মেলার সময় তীর্থ করতে আসা মানুষদের উন্নত নেটওয়ার্ক পৌঁছে দেওয়াই তাদের লক্ষ্য।