Crude Oil

অশোধিত তেল আরও বৃদ্ধির ইঙ্গিত

সংশ্লিষ্ট মহলের বক্তব্য, এক দফা উৎপাদন শুল্ক ছাঁটাইয়ের পরে ভারতে পেট্রল-ডিজ়েলের দাম গত ২৩ মে থেকে স্থির। সম্প্রতি অশোধিত তেল ৮০ ডলারের অনেকটা নীচে নামলেও দেশে জ্বালানি সস্তা হয়নি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৩ ০৮:২২
Share:

বিশ্ব বাজারে ফের মাথা তুলেছে অশোধিত তেলের দাম। প্রতীকী ছবি।

সম্প্রতি অশোধিত তেল রফতানিকারী এবং তাদের সহযোগী দেশগুলির জোট বৃহত্তর ওপেক গোষ্ঠী উৎপাদন ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়ায় বিশ্ব বাজারে ফের মাথা তুলেছে তার দাম। বেশ কিছু দিন পরে ব্রেন্ট ক্রুডের ব্যারেল ৮০ ডলার পেরিয়েছে। এ বার উদ্বেগ বাড়িয়ে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (আইইএ) জানাল, উৎপাদন ছাঁটার সিদ্ধান্ত বিশ্ব অর্থনীতির পক্ষে ঝুঁকির। এতে তেলের দর আরও চড়তে পারে। যা ভারতের মতো দেশের আমদানির খরচ বাড়াবে।

Advertisement

সংশ্লিষ্ট মহলের বক্তব্য, এক দফা উৎপাদন শুল্ক ছাঁটাইয়ের পরে ভারতে পেট্রল-ডিজ়েলের দাম গত ২৩ মে থেকে স্থির। সম্প্রতি অশোধিত তেল ৮০ ডলারের অনেকটা নীচে নামলেও দেশে জ্বালানি সস্তা হয়নি। কেন্দ্র এবং রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির দাবি ছিল, বিশ্ব বাজারের চড়া দাম সত্ত্বেও এক সময় তেলের দাম বাড়ানো হয়নি। সেই লোকসান ভরতে তাই কমানো হচ্ছে না। ফলে উদ্বেগ, আসন্ন লোকসভা ভোটে চোখ রেখে দাম যদি এখন না-ও বাড়ে, বিশ্ব বাজারে এই দফায় দাম বৃদ্ধির যুক্তিতে ভবিষ্যতে পেট্রল-ডিজ়েলের দাম কমার রাস্তা আরও কিছু দিন আটকে যেতে পারে।

ভারত-ফ্রান্স দ্বিপাক্ষিক বাণিজ্য বিস্তারের লক্ষ্যে প্যারিসে বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়ালের সঙ্গে বৈঠকের পরে আইইএ-র প্রধান ফাতি বিরল বলেন, ‘‘উৎপাদন ছাঁটাই তেলের দামে চাপ বাড়াবে। বিশ্ব অর্থনীতি যখন নড়বড়ে, বহু উদীয়মান দেশের পরিস্থিতি কঠিন, তখন এই সিদ্ধান্ত বিশ্বের পক্ষেই ঝুঁকির।’’ এখন ব্রেন্ট ৮৫ ডলার। তা ফের ১০০ ছাড়াবে কি না, বলেননি ফাতি। তবে তাঁর ধারণা, এ বছরের দ্বিতীয়ার্ধে দর আরও বাড়বে। যা অর্থনীতি ও ক্রেতার চাপ বাড়াবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement