Foxconn

লগ্নি বাড়াচ্ছে ফক্সকন

গত মে মাসে বৈদ্যুতিন যন্ত্রাংশের কারখানা প্রকল্পের শিলান্যাস করে ফক্সকন ইন্টারকানেক্ট টেকনোলজি। গোড়ায় প্রায় ১২৩৭.৫ কোটি টাকা (১৫ কোটি ডলার) লগ্নি প্রস্তাব দেয় তারা।

Advertisement

সংবাদ সংস্থা

হায়দরাবাদ শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২৩ ০৭:৫৪
Share:

—প্রতীকী চিত্র।

তেলঙ্গানায় লগ্নি বাড়াচ্ছে অ্যাপ্‌লের বৃহত্তম যন্ত্রাংশ সহযোগী ফক্সকন। গত মে মাসে সেখানে বৈদ্যুতিন যন্ত্রাংশের কারখানা প্রকল্পের শিলান্যাস করে ফক্সকন ইন্টারকানেক্ট টেকনোলজি। গোড়ায় প্রায় ১২৩৭.৫ কোটি টাকা (১৫ কোটি ডলার) লগ্নি প্রস্তাব দেয় তারা। এ বারে আরও প্রায় ৩৩০০ কোটি টাকা (৪০ কোটি ডলার) লগ্নির প্রস্তাবে সায় দিয়েছে সংস্থাটির পরিচালন পর্ষদ। সে কথা জানিয়ে সামাজিক মাধ্যমে ভারতে তাদের প্রতিনিধি ভি লি বলেছেন, ‘‘দ্রুত এগোচ্ছি, তেলঙ্গানা! আরও ৪০ কোটি ডলার আসছে।’’

Advertisement

তেলঙ্গানার তথ্যপ্রযুক্তি ও শিল্পমন্ত্রী কে টি রাম রাও আজ এক্স-এ (পূর্বতন টুইটার) ফক্সকনের বার্তা উল্লেখ করে বলেছেন, ‘‘ফক্সকনের সঙ্গে আমাদের বন্ধুত্ব অটুট। উভয়েই প্রতিশ্রুতি রক্ষা করে চলেছে। প্রায় ৪৫৩৭.৫ কোটি টাকা ঢেলে ফক্সকন রাজ্যে তাদের প্রতিশ্রুতি রাখতে উদ্যোগী। তেলঙ্গানা কত দ্রুত এগোচ্ছে, এটা তা-ও প্রমাণ করে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement