খট্টরের বিরুদ্ধে এফআইআর 

খট্টর মারুতি উদ্যোগে ১৯৯৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত ছিলেন।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৯ ০১:৫৩
Share:

জগদীশ খট্টর।—ফাইল চিত্র।

প্রাক্তন মারুতি-কর্তা জগদীশ খট্টরের বিরুদ্ধে ১১০ কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণার অভিযোগ তুলে এফআইআর দায়ের করেছে সিবিআই। তাদের দাবি, খট্টরের সংস্থা কারনেশন অটো পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (পিএনবি) অনুমোদন ছাড়াই তাদের কাছে গচ্ছিত পণ্য বিক্রি করেছে। ব্যাঙ্কের সংশ্লিষ্ট আধিকারিকেরাও সিবিআইয়ের নজরে রয়েছেন। খট্টর সব অভিযোগ উড়িয়ে দাবি করেছেন, ব্যাঙ্ক ফরেন্সিক অডিটে কোনও অসঙ্গতি পায়নি। তদন্ত শেষ হলে প্রমাণ হবে তাঁরা নির্দোষ।

Advertisement

খট্টর মারুতি উদ্যোগে ১৯৯৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত ছিলেন। মারুতির ম্যানেজিং ডিরেক্টর পদে থেকে তিনি অবসর নেন। ১৭০ কোটি টাকা ঋণ নিয়ে ২০০৯ সালে কারনেশন অটো সংস্থাটি খোলেন তিনি। সিবিআইয়ের দাবি, ২০১৫ সালে ওই ঋণ অনুৎপাদক সম্পদ বলে ঘোষিত হয়। কিন্তু ব্যাঙ্কের অনুমোদন ছাড়া পণ্য বিক্রি করলেও সেই টাকা সংস্থাটি ব্যাঙ্কে জমা দেয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement