— প্রতিনিধিত্বমূলক ছবি।
লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্বের শেষে বুথফেরত সমীক্ষার সম্ভাব্য ফলাফলের উপরে নির্ভর করে বড় লাফ দেয় ভারতীয় শেয়ার বাজার। কিন্তু গত মঙ্গলবার ভোটের ফল সেই ইঙ্গিতের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় এক দিনে ৪০০০ পয়েন্টের বেশি পড়ে যায় সেনসেক্স। সেই সঙ্গে সরতে থাকে বিদেশি লগ্নিকারীদের পুঁজি। শেয়ার বাজারের পরিসংখ্যান অনুযায়ী, জুনের প্রথম সপ্তাহেই নিট ১৪,৭৯৪ কোটি টাকা তুলে নিয়েছেন তাঁরা। প্রাথমিক দুশ্চিন্তার মেঘ কাটিয়ে সূচক ঘুরে দাঁড়িয়ে নতুন শিখরে পৌঁছনো সত্ত্বেও। বিশেষজ্ঞদের বক্তব্য, ভারতের আর্থিক অবস্থার তুলনায় শেয়ার সূচকের মূল্যায়ন এখন যথেষ্ট উঁচুতে রয়েছে বলে মনে করছেন বিদেশি লগ্নিকারীরা। তাঁদের পুঁজি আপাতত ঢুকছে চিনের অপেক্ষাকৃত ‘আকর্ষণীয়’ বাজারে।
চলতি বছরে বিদেশি পুঁজি সরে যাওয়াটাই কার্যত স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে ভারতীয় শেয়ার বাজারে। সূচক বারবার নজির তৈরি সত্ত্বেও। বাজারের কারবারিরা জানাচ্ছেন, মে মাসে নির্বাচন সংক্রান্ত অনিশ্চয়তার কারণে নিট ২৫,৫৮৬ কোটি টাকার বিদেশি পুঁজি সরে গিয়েছিল। এপ্রিলে মরিশাসের সঙ্গে দ্বিপাক্ষিক কর চুক্তিতে পরিবর্তন সংক্রান্ত উদ্বেগের জেরে ৮৭০০ কোটি টাকা তুলে নেন বিদেশি লগ্নিকারীরা। ফেব্রুয়ারি এবং মার্চে অবশ্য যথাক্রমে ১৫৩৯ কোটি এবং ৩৫,০৯৮ কোটি টাকা আসে। আবার জানুয়ারিতে চলে গিয়েছিল ২৫,৭৪৩ কোটি। সব মিলিয়ে এ বছর শেয়ার বাজারে নিট ৩৮,১৫৮ কোটি টাকা সরিয়েছেন বিদেশি লগ্নিকারীরা। যদিও ঋণপত্রের বাজারে ৫৭,৬৭৭ কোটি টাকা এসেছে।
মর্নিংস্টার ইনভেস্টমেন্ট রিসার্চ ইন্ডিয়ার গবেষণা শাখার কর্তা হিমাংশু সাক্সেনার ব্যাখ্যা, নির্বাচনের ফলের ধাক্কা চলতি মাসে পুঁজি সরার একটা বড় কারণ। কোনও দলই স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পায়নি। বিদেশি লগ্নিকারীরা কয়েক দিন আপাতত পরিস্থিতির দিকে নজর রাখবেন।