—প্রতীকী চিত্র।
ভারতের অর্থনীতি এবং সরকারের সদিচ্ছায় ভরসা করে চলতি মাসের প্রথম সাত দিনেই শেয়ার বাজারে ৭৯০০ কোটি টাকার বেশি পুঁজি ঢেলে ফেলল বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি। ফলে ২০২৪-এর শুরু থেকে এ দেশের শেয়ারে তাদের বিনিয়োগ ছুঁল ১.১৬ লক্ষ কোটি টাকা। জুলাইয়ের প্রথম সপ্তাহে ঋণপত্রের বাজারেও ৬৩০৪ কোটি টাকার বিদেশি লগ্নি এসেছে। যার হাত ধরে সেখানে এ বছর সংস্থাগুলির বিনিয়োগ দাঁড়িয়েছে ৭৪,৯২৮ কোটি।
বিশেষজ্ঞদের দাবি, ভারতীয় অর্থনীতির পোক্ত স্বাস্থ্য, চড়া আর্থিক বৃদ্ধি এবং কেন্দ্রে তৃতীয় দফার মোদী সরকারের সংস্কারের লক্ষ্যে অনড় থাকার বার্তা বিদেশি লগ্নিকে উৎসাহিত করছে। আগামী দিনেও প্রবাহ বহাল থাকবে কি না, তা নির্ভর করবে বাজেট এবং এপ্রিল-মে-জুনে সংস্থাগুলির আর্থিক ফলের উপর।
তথ্য অনুযায়ী, ৫ জুলাই পর্যন্ত এ মাসে নিট ৭৯৬২ কোটি টাকার শেয়ার কিনেছে বিদেশি লগ্নিকারীরা। গত মাসে কিনেছিল ২৬,৫৬৫ কোটি টাকার। তবে মে মাসে ২৫,৫৮৬ কোটি তুলে নেয় তারা। এপ্রিলেও সরে গিয়েছিল ৮৭০০ কোটি টাকার পুঁজি। জিয়োজিৎ ফিনান্সিয়াল সার্ভিসেস-এর চিফ ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিস্ট ভিকে বিজয়কুমার বলেন, বিদেশি লগ্নিকারীরা যখনই টাকা তুলে নিচ্ছে, দেখা যাচ্ছে তার কারণ আন্তর্জাতিক। কখনও সেটা আমেরিকার ঋণপত্রের বাজারে বন্ড ইল্ড বাড়তে থাকায়, কখনওঅন্যান্য সম্ভাবনাময় বাজারে শেয়ার দর কম থাকায়। তাঁর মতে, অবস্থা পাল্টালেই ওই পুঁজি ভারতে ফিরছে।