Nirmala Sitharamn

টাকার অবস্থা ভাল, ‘সান্ত্বনা’ নির্মলার

একটি সংবাদ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে সোমবার তাঁর বার্তা, আমেরিকায় সুদের হার বৃদ্ধি প্রভাব সব দেশের মুদ্রায় পড়ছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২২ ০৮:১৪
Share:

অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ফাইল ছবি

টাকার দাম নিয়ে বিতর্ক মিটবে না, দাবি করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। একটি সংবাদ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে সোমবার তাঁর বার্তা, আমেরিকায় সুদের হার বৃদ্ধি প্রভাব সব দেশের মুদ্রায় পড়ছে। তবে একই সঙ্গে মন্ত্রীর দাবি, ‘‘শ্রোতাদের সুবিধার জন্য বলব আমাদের অর্থনীতির মৌলিক উপাদানগুলি পোক্ত হওয়ায় কী ভাবে ভারতীয় টাকা ভাল অবস্থায় আছে। ডলারের সাপেক্ষে তুলনায় অনেক বেশি হারে অন্যান্য দেশের মুদ্রার দাম পড়ছে। এটা কি সান্ত্বনা? আংশিক ভাবে, হ্যাঁ। কারণ, মুদ্রার বিনিময় মূল্য নিয়ে যখন কথা বলা হয়, তখন আসলে অর্থনীতি কতটা পোক্ত সেটাই বোঝা যায়। এই কারণে সেই সব দেশের থেকে ভারতীয় অর্থনীতির পরিস্থিতি অনেক ভাল।’’

Advertisement

টাকাকে সামলাতে কেন্দ্রের কৌশল কী? নির্মলার জবাব, রিজ়ার্ভ ব্যাঙ্কের কাজ টাকা চৃড়ান্ত ওঠানামা করলে হস্তক্ষেপ করা। কিন্তু বিনিময় মূল্য বেঁধে দেওয়ার পক্ষপাতী নয় তারা। সরকারও তা চায় না। লক্ষ্য শুধু, টাকার ওঠানামা যাতে গুরুতর না হয় সেটা নিশ্চিত করা। তবে টাকার পড়তি দামে রফতানি ব্যবসা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে তিনি স্পষ্ট বলেন, ‘‘ওটা তত্ত্ব অনুযায়ী হতে পারে। বর্তমানে বিশ্ব বাজারে মন্দা এবং চাহিদার সমস্যা রফতানির পথে বাধা হচ্ছে কি না, সে দিকে চোখ রাখা হবে।’’

অশোধিত তেলের দাম কমায় দেওয়ালিতে পেট্রল-ডিজ়েলের দাম কমতে পারে বলে জল্পনা বাজারে। নির্মলার দাবি, ‘‘তেল সংস্থাগুলি ক্ষতি পূরণ করতে পেরেছে কি না, তা নিয়ে কথা বলব। কারণ এক সময় ১১০-১২০ ডলারে আমদানি করেছে তারা।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement