Corona

টিকা দিতে আর্জি হোটেল ব্যবহারের

সংগঠনের ভাইস প্রেসিডেন্ট গুরবক্সিশ সিংহ কোহালির বক্তব্য, দেশের বিপুল সংখ্যক মানুষকে দ্রুত প্রতিষেধক দিতে পরিকাঠামো জরুরি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জুন ২০২১ ০৬:৫৫
Share:

—প্রতীকী ছবি।

ফের করোনা সংক্রমণের ধাক্কায় অধিকাংশ জায়গাতেই হোটেলের ঝাঁপ বন্ধ। ব্যবসা তলানিতে। এই অবস্থায় হোটেলের ব্যাঙ্কোয়েট হল-কে কর্পোরেট ক্ষেত্রের প্রতিষেধক কেন্দ্র হিসেবে ব্যবহার করার জন্য কেন্দ্রের কাছে আর্জি জানাল ফেডারেশন অব হোটেল অ্যান্ড রেস্তরাঁ অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া (এফএইচআরএআই)। তাদের দাবি, ২০২০-২১ সালে হোটেলগুলির আয় কমেছে প্রায় ৭৫%। এ বছরের শুরুতে অতিমারির আগের চেয়েও ২০% কম ব্যবসা হয়েছে। এপ্রিল থেকে তা ৫ শতাংশও হয়নি। ফলে এই আর্জি কার্যকর হলে হোটেলগুলি কিছুটা বিকল্প আয়ের সূত্র পাবে বলে মনে করছে তারা।

Advertisement

সংগঠনের ভাইস প্রেসিডেন্ট গুরবক্সিশ সিংহ কোহালির বক্তব্য, দেশের বিপুল সংখ্যক মানুষকে দ্রুত প্রতিষেধক দিতে পরিকাঠামো জরুরি। স্বাস্থ্য মন্ত্রকের কাছে তাঁদের প্রস্তাব, ব্যাঙ্কোয়েট হলগুলিকে সেই কেন্দ্র করে আপাতত কর্পোরেট মহলের জন্য প্রতিষেধকের বন্দোবস্ত করা যায়। পরে সরকার চাইলে অন্যদেরও সেই সুযোগ দেওয়া যেতে পারে।

সম্প্রতি কিছু হোটেল এমন ব্যবস্থা করায় প্রশ্ন উঠেছিল। কোহালির দাবি, গোটাটাই রাজ্য বা স্থানীয় পুরসভার তত্ত্বাবধানে হবে। হাসপাতাল প্রতিষেধক দেবে, হোটেল নয়। পাশাপাশি স্কুল, কলেজ বা কমিউনিটি হলের চেয়ে হোটেলে শারীরিক দূরত্ব-সহ করোনাবিধি বেশি ভাল করে মানা সম্ভব। কারণ, নিভৃতবাস বা হাসপাতালের ‘স্যাটেলাইট’ চিকিৎসা কেন্দ্র হিসেবে বহু হোটেল কাজ করায় তারা সে সম্পর্কে বেশি ওয়াকিবহাল। এমনকি সব হাসপাতালে এ রকম পরিকাঠামো তৈরি করাও সহজ নয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement