Automobile Industry

যন্ত্রাংশের জোগানে টান, কমল গাড়ি বিক্রি

ফাডা প্রেসিডেন্ট বিঙ্কেশ গুলাটিবলেন, যন্ত্রাংশের অভাবে সব ধরনের গাড়ির জোগান কমায় গত মাসে নতুন গাড়ির নথিভুক্তি কমেছে ১০%।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২১ ০৫:১৯
Share:

প্রতীকী ছবি।

ডিসেম্বরে শোরুম থেকে গাড়ি বিক্রি বেড়েছিল। কিন্তু চাহিদা যে কতটা বেশি, তা শিল্পমহল বুঝে উঠতে পারেনি জানাচ্ছে ডিলারদের সংগঠন ফাডা। যে কারণে গাড়ি ছাড়া অন্য শিল্পে ব্যবহৃত সেমিকন্ডাকটর চিপের মতো যন্ত্রাংশ তৈরিতে জোর দিয়েছিল সহযোগী সংস্থাগুলি। যার জেরে জোগানের অভাবে জানুয়ারিতে গাড়ি বিক্রি কমেছে। ফাডা বলছে, গত মাসে ২০২০ সালের জানুয়ারির চেয়ে যাত্রী গাড়ি বিক্রি ৪.৪৬% কমেছে। একই হাল দুই-তিন চাকা, বাণিজ্যিক গাড়ির।

Advertisement

ফাডা প্রেসিডেন্ট বিঙ্কেশ গুলাটিবলেন, যন্ত্রাংশের অভাবে সব ধরনের গাড়ির জোগান কমায় গত মাসে নতুন গাড়ির নথিভুক্তি কমেছে ১০%। দাম বৃদ্ধি পাওয়া এবং ঋণ পেতে সমস্যাও বিক্রিতে প্রভাব ফেলেছে, দাবি তাঁর।

এ দিকে ভারতে গাড়ি তৈরিতে যাত্রী সুরক্ষা বিধি ঠিক মতো মানা হয় না বলে অভিযোগ উঠেছে। এই অবস্থায়সংস্থাগুলিকে নিম্নমানের যন্ত্রাংশ ব্যবহার করে দেশের বাজারের জন্য গাড়ি তৈরি বন্ধ করতে বলল কেন্দ্র।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement