প্রতীকী চিত্র।
চাকরিজীবীদের প্রভিডেন্ট ফান্ড সংস্থা এমন অনেক সুবিধা দেয় যা সকলের জানা থাকে না। এমনই একটা সুবিধায় পাওয়া যায় ৫০ হাজার টাকা পর্যন্ত আর্থিক সুবিধা। বোনাস হিসেবে এটা দেয় ইপিএফও।
প্রভিডেন্ট ফান্ডের গ্রাহকরা লয়্যালিটি কাম লাইফ সুবিধা হিসেবে এই বোনাস পেয়ে থাকেন। তবে সকলেই যে পাবেন তা নয়। এই সুবিধা দেওয়া হয় তাদেরই যাঁরা অবসরের আগে টানা ২০ বছর চাকরি করেছেন। এই সময় যাঁরা টানা ইপিএফও-র সদস্য থাকবেন তাঁদের মধ্যে আবার যাঁদের মূল বেতন গড়ে দশ হাজার টাকার বেশি তাঁরাই ৫০ হাজার টাকা বোনাস পান। মূল বেতন পাঁচ হাজার টাকা হলে অবসরের সময়ে বোনাস মেলে ৩০ হাজার টাকা আর পাঁচ থেকে দশ হাজারের মধ্যে মূল বেতন হলে মেলে এককালীন ৪০ হাজার টাকা।
তবে কেউ যদি টানা ২০ বছর চাকরি করতে না পারেন তাতেও একেবারে কিছুই বোনাস মিলবে না এমনটা নয়। সেক্ষেত্রে লয়্যালটি কাম লাইফ বেনিফিট বাবদ বোনাসের পরিমাণ মূল বেতনের ভিত্তিতে কতদিন চাকরি করেছেন তার উপরে ঠিক হয়।