—ফাইল চিত্র।
দেশে কর্মসংস্থানের হারের যে বিবর্ণ ছবি বারবার উঠে আসছে সরকারি-বেসরকারি বিভিন্ন সমীক্ষায়, তা একপেশে বলে দাবি করলেন নীতি আয়োগের প্রাক্তন ভাইস চেয়ারম্যান অরবিন্দ পানাগড়িয়া। তাঁর দাবি, পরিসংখ্যান রিপোর্টে বেকারত্বের হারের ছবি প্রচারে এলেও নতুন কাজের সুযোগ তৈরির অংশটা আড়ালেই থেকে যায়। তিনি বলেন, এনএসএসও-র যে রিপোর্টে ৬.১% বেকারত্বের কথা বলা হয়েছে, সেখানে নতুন কাজের সুযোগ তৈরির কথাও ছিল। কর্মসংস্থানের ক্ষেত্রে পরিবার ভিত্তিক সমীক্ষার উপরে জোর দেন তিনি। পানাগড়িয়ার দাবি, সেই হিসেবই কর্মসংস্থানের পরিস্থিতির আসল ছবি তুলে ধরে।
এ দিকে, বাজেটে পেট্রল-ডিজেলের উপর অতিরিক্ত উৎপাদন শুল্ক ও সেস বসানোয় দেশে তেলের দাম বেড়েছে। ফলে মূল্যবৃদ্ধির হার বাড়ার আশঙ্কা প্রকাশ করেছেন বিরোধীরা। পানাগড়িয়া অবশ্য এতে বিশেষ আশঙ্কার কিছু দেখছেন না।
মঙ্গলবার ইন্ডিয়ান চেম্বারের সভার পরে পানাগড়িয়া জানান, এখন মূল্যবৃদ্ধির হার কম। তা কিছুটা বাড়লেও, জনজীবনে আঁচ সে ভাবে পড়বে না। বরং এর পক্ষে যুক্তি দিতে গিয়ে তাঁর দাবি, রাজকোষ ঘাটতিকে নিয়ন্ত্রণে রাখতে ভারসাম্যের নীতিকেই অগ্রাধিকার দেবে সরকার।
এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।