—প্রতীকী চিত্র।
পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে পানাগড় সেনা ছাউনি থেকে গ্রেফতার এক সন্দেহভাজন। ধৃতের নাম নীলেশ যাদব। সেনা ছাউনির ভিতরে ঢুকে মোবাইলে ছবি তুলছিলেন তিনি। তাঁর কাছ থেকে পাঁচটি মোবাইল উদ্ধার রয়েছে। পুলিশকে সূত্রে খবর, যুবককে সেনাকর্মীরাই ধরে ফেলেন। পরে তাঁকে বুদবুদ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
পুলিশ সূত্রে খবর, বিহারের বাঁকা জেলার বাসিন্দা নীলেশ। ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে বৃহস্পতিবার হাজির করানো হয়েছিল। বিচারক পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। তদন্তকারীদের একটি সূত্রে খবর, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ধৃতকে। তিনি কোনও জঙ্গিগোষ্ঠীর সঙ্গে যুক্ত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
যদিও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত জানিয়েছেন, তিনি একটি বহুর্জাতিক মোবাইল সংস্থার কর্মী।