Strike

ধর্মঘটের ডাক সাধারণ বিমা সংস্থায়

সাধারণ বিমা সংস্থাগুলির কর্মীদের সংগঠন জয়েন্ট ফোরাম অব ট্রেড ইউনিয়ন্স জানিয়েছে, আগামী ৪ জানুয়ারি তাঁরা ধর্মঘট ডাকবে। তাদের দাবি, প্রস্তাবিত  পুনর্গঠন হলে দুর্বল হয়ে পড়বে ওই সমস্ত সংস্থা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২২ ০৭:৫৩
Share:

৪ জানুয়ারি ধর্মঘট হবে বলে জানিয়েছে সাধারণ বিমা সংস্থাগুলির কর্মীদের সংগঠন জয়েন্ট ফোরাম অব ট্রেড ইউনিয়ন্স। প্রতীকী ছবি।

রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থাগুলির পুনর্গঠন পরিকল্পনার বিরুদ্ধে নতুন বছরের শুরুতে ধর্মঘটের ডাক দিলেন তাদের কর্মীদের একাংশ। ৪ জানুয়ারি ধর্মঘট হবে বলে জানিয়েছে সাধারণ বিমা সংস্থাগুলির কর্মীদের সংগঠন জয়েন্ট ফোরাম অব ট্রেড ইউনিয়ন্স। তাদের দাবি, প্রস্তাবিত পুনর্গঠন হলে দুর্বল হয়ে পড়বে ওই সমস্ত সংস্থা।

Advertisement

দেশে রাষ্ট্রায়ত্ত সাধারণ বিমা সংস্থা চারটি— ন্যাশনাল ইনশিয়োরেন্স, ওরিয়েন্টাল ইনশিয়োরেন্স, নিউ ইন্ডিয়া অ্যাশিয়োরেন্স ও ইউনাইটেড ইন্ডিয়া ইনশিয়োরেন্স। শুক্রবার সাধারণ বিমাসংস্থাগুলির সংগঠন জিআইসি এমপ্লয়িজ় ইউনিয়নের সাধারণ সম্পাদক দেবাশিস বন্দ্যোপাধ্যায় বলেন, বিমা সংস্থাগুলি ঢেলে সাজাতে উপদেষ্টাকে দিয়ে সমীক্ষা করানো হয়েছে। খবর রয়েছে, তাদের বহুদফতর বন্ধের সুপারিশ করা হয়েছে সেখানে। ফলে বহু কর্মীকে স্বেচ্ছাবসর নিতে বাধ্য করা হবে। এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই দেশ জুড়ে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। আলোচনার জন্য মুখ্য শ্রম কমিশনার ২ জানুয়ারি যৌথ ফোরামকে বৈঠক ডেকেছেন। আপাতত সে দিকেই নজর সকলের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement