প্রতীকী ছবি।
প্রভিডেন্ট ফান্ডের আওতায় থাকা সংস্থাগুলির কর্মীরা মে মাস থেকে আগামী তিন মাস ইচ্ছা করলে আগের মতোই মূল বেতনের ১২% কাটিয়ে প্রকল্পে জমা দিতে পারেন। কেন্দ্রীয় শ্রম মন্ত্রক মঙ্গলবার বিষয়টি স্পষ্ট করেছে।
লকডাউনের ফলে তৈরি হওয়া আর্থিক সমস্যার মোকাবিলায় কর্মী এবং নিয়োগকারীদের হাতে অতিরিক্ত নগদের ব্যবস্থা করতে পিএফ খাতে বাধ্যতামূলক ভাবে জমা দেওয়া টাকার অংশ কমিয়েছে কেন্দ্র। বলা হয়েছে, নিয়োগকারী এবং কর্মী উভয়কেই মে থেকে জুলাই পর্যন্ত বেতনের ১০% পিএফ খাতে জমা দিলেই চলবে। যা এখন ১২%। সংশ্লিষ্ট মহলের ব্যাখ্যা, কর্মীর হাতে বাড়তি টাকা এলে তা আয়করের আওতায় চলে আসবে কি না, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছিল। শ্রম মন্ত্রকের ব্যাখ্যার পরে কর্মীরা চাইলে আগের মতোই বেতনের ১২% টাকা পিএফ খাতে জমা দিতে পারেন। অর্থাৎ, বাড়তি কর দেওয়ার পরিস্থিতি এড়ানো যাবে। এমনিতেই বর্তমান আইন অনুযায়ী কর্মী ইচ্ছে করলে ১২ শতাংশের বেশি কাটাতে পারেন।