—প্রতিনিধিত্বমূলক ছবি।
কোনও খাতে যে টাকা বছর বা মাসের একটি নির্দিষ্ট দিনে নিয়মিত জমা দিতে হয়, তার দিনক্ষণ মনে রাখা অত্যন্ত ঝক্কির। যে কারণে সাধারণ মানুষের মধ্যে ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠানে ইলেকট্রনিক ন্যাশনাল অটোমেটেড ক্লিয়ারিং হাউজ় (ই-নাচ) পরিষেবাটি দ্রুত জনপ্রিয় হয়েছে। এ বার সেই সুবিধাই চালু হয়ে গেল ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক বা আইপিপিবি-তে।
সম্প্রতি ভারতীয় ডাক বিভাগ তাদের আওতাভুক্ত সমস্ত পেমেন্টস ব্যাঙ্কে ই-নাচ চালু করেছে। ফলে সেগুলির গ্রাহকদের মিউচুয়াল ফান্ডে লগ্নির টাকা জমা, ঋণ শোধের মাসিক কিস্তি, বিভিন্ন বিল কিংবা বিমার প্রিমিয়াম মেটানোর মতো কাজের জন্য আর নির্দিষ্ট তারিখ মাথায় রেখে ছোটাছুটি করতে হবে না। গোড়াতেই নির্দেশ দিয়ে রাখলে নির্দিষ্ট দিনে স্বয়ংক্রিয় ভাবে অ্যাকাউন্ট থেকে নিয়মিত টাকা কেটে জমা হয়ে যাবে। তার জন্য আলাদা করে প্রতি মাসে নির্দেশ দেওয়ারও দরকার পড়বে না। অন্যান্য রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি ব্যাঙ্ক বহু দিন আগে থেকেই এই সুবিধা দেয় তাদের গ্রাহকদের।
২০১৮-র সেপ্টেম্বরে আইপিপিবি খুলেছিল। কিন্তু তারা ই-নাচ আনেনি। ফলে গ্রাহকেরা বহু দিন ধরেই এই পরিষেবা চালুর দাবি জানিয়ে আসছিল। শেষ পর্যন্ত দাবি পূরণে লেগে গেল ছ’বছর। উল্লেখ্য, আইপিপিবি দেশের ১.৫৫ লক্ষ ডাকঘর থেকে তাদের ব্যাঙ্কিং পরিষেবা দেয়। গ্রাহক ৯ কোটির বেশি। চলতি অর্থবর্ষে ইতিমধ্যেই মোট ব্যবসার অঙ্ক ছুঁয়েছে ১০০০ কোটি টাকা।