প্রতীকী ছবি।
যে দিন অতিমারির কারণে কাজ হারানো ভয়ঙ্কর জায়গায় পৌঁছেছে বলে জানাল রাষ্ট্রপুঞ্জের আন্তর্জাতিক শ্রম সংগঠনের (আইএলও) রিপোর্ট, সে দিনই কর্মী দক্ষতা বাড়িয়ে বিশ্বের আর্থিক বৃদ্ধিতে গতি আনার পক্ষে সওয়াল করল ডব্লিউইএফ।
সোমবার আইএলও জানিয়েছে, ব্যবসা বাণিজ্য বন্ধ থাকার কারণে গত বছর বিশ্ব জুড়ে কাজের ঘণ্টার ৮.৮ শতাংশই নষ্ট হয়েছে। যা ২৫.৫ কোটি পূর্ণ সময়ের কাজের সমান। যার জেরে বিশ্ব জুড়ে আয় থেকে মুছে গিয়েছে ৩.৭ লক্ষ কোটি ডলার। তাদের মতে, এই পরিস্থিতি ২০০৯ সালের আর্থিক মন্দার থেকে প্রায় চারগুণ ভয়ঙ্কর। শুধু তা-ই নয়, হোটেল, রেস্তরাঁ-সহ বিভিন্ন ক্ষেত্র যেখানে মানুষের মুখোমুখি কাজ করতে হয়, সেখানে বিধিনিষেধের কারণে মানুষ চাকরি খোঁজাও ছেড়ে দিয়েছেন। যা কাজের সমস্যাকে আরও বাড়িয়ে তুলেছে বলে জানিয়েছে তারা।
কর্মসংস্থানে ধাক্কার কথা মেনেও ডব্লিউইএফের মত, কর্মী দক্ষতায় লগ্নি বাড়ানো হলে ২০৩০ সালের মধ্যে বিশ্বের জিডিপি ৬.৫ লক্ষ কোটি ডলার বৃদ্ধি করা সম্ভব। শুধু ভারতেরই বাড়তে পারে ৫৭,০০০ কোটি (৪০ লক্ষ কোটি টাকা)। আমেরিকা ও চিনে পরে সর্বোচ্চ। দক্ষতা বাড়লে বিশ্ব জুড়ে ৫৩ লক্ষ নতুন কাজও তৈরি হবে বলে মনে করছে তারা। ভারতে ২৩ লক্ষ।