প্রতীকী ছবি
আয় বাড়াতে লোকাল ট্রেনের পণ্যবাহী কামরায় ই-কমার্স সংস্থার পণ্য পরিবহণ শুরু করতে চায় পূর্ব রেল। এই প্রকল্পের প্রাথমিক পরিকল্পনা চূড়ান্ত হয়েছে।
পূর্ব রেল সূত্রের খবর, একটি পাইলট প্রকল্পের অংশ হিসেবে আগামী তিন মাসের জন্য এই ব্যবস্থা চালু হচ্ছে। আপাতত শিয়ালদহ-ডানকুনি শাখার এম ইউ লোকালে নিয়ে যাওয়া হবে ই-কমার্স সংস্থা অ্যামাজনের পণ্য। প্রাথমিক ভাবে প্রতি দিন সকাল ১১টা থেকে বিকেল ৪টের মধ্যে সাত টন করে পণ্য পরিবহণের ব্যবস্থা করা হয়েছে। এর থেকে পূর্ব রেলের দিনে প্রায় ৫,৫০০ টাকা আয় হবে। এর আগে রেলের বেশ কয়েকটি অঞ্চলে দূরপাল্লার ট্রেনের পার্সেল ভ্যানে অ্যামাজনের পণ্য পরিবহণ শুরু হয়েছিল।
সারা দেশে চাহিদা এবং আর্থিক বৃদ্ধির গতি কমায় রেলে পণ্য পরিবহণও কমেছে। রেল সূত্রের খবর, গত অর্থবর্ষের বাজেটের আগে রেলের আয়-ব্যয়ের অনুপাত ঠিক রাখতে বড় মাপের পণ্য পরিবহণ সংস্থার কাছ থেকে ভাড়া বাবদ অগ্রিম মোট প্রায় ৩০,০০০ কোটি টাকা আদায় করা হয়েছিল। ফলে চলতি অর্থবর্ষে পণ্য পরিবহণ থেকে রেলের আয় কমেছে। সে জন্য ওই খাতে আয় বাড়াতে রেলের সব জোনকেই তৎপর হতে বলা হচ্ছে।