coronavirus

বিমানে করোনার ধাক্কা

স্পাইসজেটের সিএমডি অজয় সিংহ অবশ্য মনে করছেন, এই অবস্থা সাময়িক। বিদেশে না-গিয়ে ছুটিতে দেশেই ঘুরবেন অনেকে। বাড়বে টিকিট বিক্রি। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ মার্চ ২০২০ ০৩:৩৭
Share:

প্রতীকী ছবি

জ্বালানির দাম পড়েছে। সামনেই গরমের ছুটি। এই অবস্থায় রমরমা হওয়ার কথা ছিল পর্যটন ব্যবসা। তার হাত ধরে কিছুটা ঘুরে দাঁড়াতে পারত সমস্যায় পড়া বিমান শিল্প। কিন্তু বাধ সেধেছে করোনাভাইরাসের প্রকোপ। দেশের যে সমস্ত শিল্পে করোনার ধাক্কা লেগেছে, তার মধ্যে প্রথম সারিতেই রয়েছে বিমান।

Advertisement

দেশের ৩০টি আন্তর্জাতিক বিমানবন্দরে দিনে ৭০,০০০ আন্তর্জাতিক যাত্রী নামতেন। সংখ্যাটা কমে ৬২,০০০ হয়েছে। বিমানমন্ত্রী হরদীপ সিংহ পুরীর আশঙ্কা, পর্যটকদের ভিসা বাতিলের ফলে ওই সংখ্যা ৪০,০০০-এ নামতে পারে। কলকাতা বিমানবন্দরে বুধবার আন্তর্জাতিক যাত্রীর সংখ্যা কমে ২৬০০ হয়েছে। এই অবস্থায় কমেছে অভ্যন্তরীণ টিকিট বিক্রি। বাতিল হয়েছে ৯০টি অভ্যন্তরীণ উড়ান। সমস্যায় বিমানবন্দর পরিচালনার দায়িত্বে থাকা সংস্থাগুলিও। বিমানবন্দরের ভিতরের দোকানে বিক্রি কম। বিমান সংস্থাগুলির কর্তাদের আশঙ্কা, আগামী দিনে বসিয়ে দিতে হতে পারে একাধিক বিমান।

স্পাইসজেটের সিএমডি অজয় সিংহ অবশ্য মনে করছেন, এই অবস্থা সাময়িক। বিদেশে না-গিয়ে ছুটিতে দেশেই ঘুরবেন অনেকে। বাড়বে টিকিট বিক্রি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement