প্রতীকী ছবি
বিশ্ব জুড়ে মূল্যবৃদ্ধির হার আরও চড়ার আশঙ্কাতেই কাহিল শেয়ার বাজার। কারণ, অশোধিত তেল ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ৮৮ ডলার ছাড়িয়ে গিয়েছে। মূলত এরই ধাক্কায় মঙ্গলবারের মতো বুধবারও সূচক পড়েছে বেশির ভাগ দেশে। আর সেই ছায়া ঘনীভূত হয়েছে ভারতে। টানা দু’দিনে ১২১০ পয়েন্ট নেমে সেনসেক্স হয়েছে ৬০,০৯৮.৮২। মুছেছে লগ্নিকারীদের ৫.২৪ লক্ষ কোটি টাকার শেয়ার সম্পদ।
দেকো সিকিউরিটিজ়ের ডিরেক্টর আশিস নন্দীর দাবি, মূল্যবৃদ্ধি সামলাতে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক সুদ বাড়ানোর কথা ভাবছে। তা হলে কম সুদে টাকা ধার না-পেয়ে শেয়ারে লগ্নি করবেন না অনেকেই। সুদের হার বাড়লে বন্ডের ইল্ডও বৃদ্ধি পাবে। ভারতের মতো সম্ভাবনাময় দেশের শেয়ার বাজার থেকে লগ্নিকারীদের বড় অংশ বন্ড বাজারে চলে যাবেন। নগদের জোগান কমবে। গত তিন দিনে ভারত থেকে ৪৮১৫.১৯ কোটি টাকার লগ্নি তুলে নিয়েছে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি। দেশীয় সংস্থাগুলি বেচেছে ৫৩০.৫৮ কোটি টাকার শেয়ার।
জিয়োজিৎ ফিনান্সিয়ালের কর্তা বিনোদ নায়ার বলছেন, চড়া মূল্যবৃদ্ধি ইতিমধ্যেই বন্ডের ইল্ডকে ঠেলে তুলেছে। চড়া তেলের দাম আশঙ্কা বাড়িয়েছে। আশিসবাবুর কথায়, ‘‘সুদ বাড়লে মূলধন জোগাড় ও কাঁচামাল ব্যবহারের খরচ বাড়বে। ফলে শিল্পের লগ্নির পাশাপাশি মুনাফাও ধাক্কা খেতে পারে। যা বাজারের চিন্তা বাড়াচ্ছে।’’