ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
চিড়িয়াখানায় সঙ্গিনী এবং শাবকদের সঙ্গে বন্দি রয়েছে জাগুয়ার। খানিক ক্ষণ হাঁটাচলা করার পর ক্লান্ত হয়ে পড়েছে সে। তার পর হঠাৎ শাবকদের কাছে গিয়ে ধপ করে তার উপর শুয়ে পড়ল পুরুষ জাগুয়ারটি। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
‘বিয়ন্ড_দ্য_ওয়াইল্ডলাইফ’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক পুরুষ জাগুয়ার হাঁটাচলা করতে করতে হঠাৎ তার শাবকদের উপর মাথা রেখে শুয়ে পড়ল। যেন শাবকগুলি তার মাথার বালিশ। সঙ্গীর কাণ্ড দেখে চমকে গেল স্ত্রী জাগুয়ার। বসে আরাম করছিল সে। কিন্তু পুরুষ জাগুয়ারটি তার শাবকদের উপর শুয়ে পড়তেই দাঁড়িয়ে পড়ল স্ত্রী জাগুয়ার। ধীর পায়ে রাগী চোখে এগোতে লাগল সে।
বাবার ওজন সহ্য করতে না পেরে সেখান থেকে পুরুষ জাগুয়ারের পিঠের তলা থেকে নিজেদের ছোট শরীর গলিয়ে বেরিয়ে পড়ল শাবকেরা। ঘটনাটি কোথায় ঘটেছে তা জানা যায়নি। তবে মজার ভিডিয়োটি দেখে হাসির রোল উঠেছে নেটপাড়ায়। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘পুরুষ জাগুয়ারটি বেশ অলস দেখছি। কী ভাবে শাবকদের উপর শুয়ে পড়ল! ভিডিয়োটি দেখে খুব হাসি পাচ্ছে।’’