Quick Commerce

কুইক কমার্সের বিরুদ্ধে চিঠি

কুইক কমার্সের মাধ্যমে রান্নার জন্য আনাজপাতি, মাছ-মাংস, বিভিন্ন মশলা-সহ নানা সামগ্রী তো বিক্রি হয়ই।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ০৮:৪৩
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

অনলাইনে পণ্য-খাবার কেনার চল যত বাড়ছে, ততই মাথা তুলছে কুইক কর্মাসের চাহিদা। যারা ১০-১৫ মিনিটে ক্রেতার দরজায় পণ্য পৌঁছে দিচ্ছে। সেই বাজার ধরতে ঝাঁপাচ্ছে জ্যোম্যাটোর শাখা ব্লিঙ্কিট, সুইগি, জ়েপটোর মতো সংস্থাগুলি। এই তিন সংস্থার বিরুদ্ধেই কম দামে পণ্য বেচে প্রতিযোগিতার পরিবেশ নষ্টের অভিযোগ আনলেন ভোগ্যপণ্যের ডিস্ট্রিবিউটরেরা। তদন্ত চেয়ে প্রতিযোগিতা কমিশনকে চিঠি লিখেছে তাদের সংগঠন। দাবি, এতে সঙ্কটে পড়ছে ডিস্ট্রিবিউটর ও ছোট দোকানিদের রুজি-রুটি। তিন সংস্থা ও কমিশন অবশ্য এ নিয়ে কোনও মন্তব্য করেনি। উল্লেখ্য, এর আগে কুইক কমার্স সংস্থায় বিক্রি হওয়া পণ্যের মান নিয়েও প্রশ্ন উঠেছিল।

Advertisement

কুইক কমার্সের মাধ্যমে রান্নার জন্য আনাজপাতি, মাছ-মাংস, বিভিন্ন মশলা-সহ নানা সামগ্রী তো বিক্রি হয়ই। ক্রমশ তার পরিধি ছড়াচ্ছে পোশাক, খেলনা, রান্নাঘরের সরঞ্জাম-সহ অন্যান্য ভোগ্যপণ্যে। এমনকি সংশ্লিষ্ট মহলের মতে, কয়েক মিনিটে পণ্য পৌঁছে দিয়ে কিছু ক্ষেত্রে তারা কড়া প্রতিযোগিতার মুখে ফেলছে ফ্লিপকার্ট, অ্যামাজ়নের মতো ই-কমার্স সংস্থাগুলিকেও। যাদের থেকে কেনা পণ্য হাতে পেতে কয়েক ঘণ্টা থেকে কয়েক দিন পর্যন্ত অপেক্ষা করতে হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement