—প্রতীকী ছবি।
গত অর্থবর্ষের (২০২৩-২৪) বাজেটে নিট প্রত্যক্ষ কর সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১৮.২৩ লক্ষ কোটি টাকা। গত ১ ফেব্রুয়ারি অন্তর্বর্তী বাজেটে সেই লক্ষ্যমাত্রা বাড়িয়ে ১৯.৪৫ লক্ষ কোটি টাকা করা হয়। আজ আয়কর দফতর জানিয়েছে, কর সংগ্রহ সেই সংশোধিত লক্ষ্যমাত্রাকেও ছাপিয়ে গিয়েছে। প্রাথমিক হিসাব অনুযায়ী তা দাঁড়িয়েছে ১৯.৫৮ লক্ষ কোটি টাকা। অর্থাৎ, প্রাথমিক হিসাবের চেয়ে ১.৩৫ লক্ষ কোটি এবং সংশোধিত লক্ষ্যের চেয়ে ১৩,০০০ কোটি বেশি। প্রত্যক্ষ করের প্রধান দুই উপাদান ব্যক্তিগত আয়কর এবং কর্পোরেট কর।
আজ আয়কর দফতর জানিয়েছে, ২০২৩-২৪ অর্থবর্ষে সামগ্রিক ভাবে প্রত্যক্ষ কর সংগ্রহ দাঁড়িয়েছে ২৩.৩৭ লক্ষ কোটি টাকা। যা তার আগের বছরের চেয়ে ১৮.৪৮% বেশি। করদাতাদের ৩.৭৯ লক্ষ কোটি টাকা ফেরানোর পরে নিট হিসেবে তা ১৯.৫৮ লক্ষ কোটি টাকায় থেমেছে। ২০২২-২৩ সালের চেয়ে ১৭.৭% বেশি। সে বছর তা ১৬.৬৪ লক্ষ কোটি ছিল। আলোচ্য বছরে মোট কর্পোরেট কর সংগ্রহ ১১.৩২% বেড়ে ১৩.০৬ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে। কর ফেরতের পরে দাঁড়িয়েছে ৯.১১ লক্ষ কোটি। একই ভাবে মোট ব্যক্তিগত আয়কর সংগ্রহ হয়েছে ১২.০১ লক্ষ কোটি এবং নিট ১০.৪৪ লক্ষ কোটি।
অন্য দিকে, গত বছর পরোক্ষ কর সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১৪.৮৪ লক্ষ কোটি। সরকারি সূত্রের খবর, জিএসটি সংগ্রহ বৃদ্ধির ফলে তা-ও ছাপিয়েছে। সম্প্রতি পরোক্ষ কর পর্ষদের চেয়ারম্যান সঞ্জয় কুমার আগরওয়াল ফিল্ড অফিসারদের লেখা চিঠিতে অভিনন্দন জানিয়েছেন।