নোটের ধাক্কায় ভারতে বৃদ্ধির পূর্বাভাস কমাল আইএমএফ-ও

বিশ্বব্যাঙ্কের পরে নোট বাতিলের জেরে চলতি অর্থবর্ষের (২০১৬-’১৭) জন্য ভারতের বৃদ্ধির পূর্বাভাস ছাঁটাই করল আন্তর্জাতিক অর্থভাণ্ডার (আইএমএফ)। এক ধাক্কায় তা ৭.৬% থেকে কমিয়ে ৬.৬ শতাংশে নামিয়ে এনেছে তারা।

Advertisement

সংবাদ সংস্থা

ওয়াশিংটন শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০১৭ ০২:৩০
Share:

বিশ্বব্যাঙ্কের পরে নোট বাতিলের জেরে চলতি অর্থবর্ষের (২০১৬-’১৭) জন্য ভারতের বৃদ্ধির পূর্বাভাস ছাঁটাই করল আন্তর্জাতিক অর্থভাণ্ডার (আইএমএফ)। এক ধাক্কায় তা ৭.৬% থেকে কমিয়ে ৬.৬ শতাংশে নামিয়ে এনেছে তারা। পরের অর্থবর্ষের বৃদ্ধির পূর্বাভাসও কমিয়ে ৭.২% করা হয়েছে। রিপোর্টে আইএমএফ জানিয়েছে, নোট বাতিলের সিদ্ধান্তে কমেছে নগদের জোগান। মার খেয়েছে চাহিদা। এ সবের জের পড়েছে অর্থনীতির উপর। তবে ২০১৮ সালে বৃদ্ধির চাকায় ফের গতি ফিরবে বলে আশাবাদী আন্তর্জাতিক আর্থিক সংস্থাটি। প্রসঙ্গত, গত সপ্তাহেই এই অর্থবর্ষে দেশে বৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ৭% করেছিল বিশ্বব্যাঙ্ক। নোট-কাণ্ডের আগে অক্টোবর পর্যন্ত হিসেবেই পূর্বাভাস ৭.১ শতাংশে নামিয়েছে কেন্দ্রও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement