Coronavirus

বৃদ্ধিতে ঝাপটা, সঙ্গী হতে পারে চরম দারিদ্র

রিপোর্টের সবচেয়ে উদ্বেগের জায়গা, এর ফলে চলতি বছর সারা বিশ্বে নতুন করে ৩.৪৩ কোটি মানুষ চলে আসতে পারেন চূড়ান্ত দারিদ্রের বৃত্তে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ মে ২০২০ ০২:৪৪
Share:

প্রতীকী ছবি

বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থার প্রায় ৯০ শতাংশের উপর কোনও না কোনও ভাবে লকডাউনের বিরূপ প্রভাব পড়েছে। যার ফলে কোথাও বিপর্যস্ত হয়েছে সরবরাহ ব্যবস্থা, কোথাও গিয়েছে কাজ, আর কোথাও বা পণ্য-পরিষেবার চাহিদা ঠেকেছে তলানিতে। যার মিলিত প্রভাবে ২০২০ সালে বিশ্ব অর্থনীতি সরাসরি ৩.২% সঙ্কুচিত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে রাষ্ট্রপুঞ্জের বছরের মধ্যবর্তী সময়ের রিপোর্টে। যে সঙ্কোচন ১৯৩০-এর দশকের মহামন্দার পরে বৃহত্তম। এর জেরে আগামী দু’বছর বিশ্ব অর্থনীতির বহর কমতে পারে ৮.৫ লক্ষ কোটি ডলার। গত চার বছরে অর্থনীতি যতটা বেড়েছে, ঠিক ততটুকুই মুছে যেতে পারে করোনার আক্রমণে।

Advertisement

রিপোর্টের সবচেয়ে উদ্বেগের জায়গা, এর ফলে চলতি বছর সারা বিশ্বে নতুন করে ৩.৪৩ কোটি মানুষ চলে আসতে পারেন চূড়ান্ত দারিদ্রের বৃত্তে। রাষ্ট্রপুঞ্জের মাপকাঠিতে যাঁদের আয় দিনে ১.৯ ডলারের নীচে। শুধু তা-ই নয়, ২০৩০ সালের মধ্যে ওই গণ্ডিতে চলে আসবেন নতুন ১৩ কোটি। ফলে করোনা পরবর্তী বিশ্বের সামনে বৈষম্য দূর করাটাই হয়ে উঠবে বিরাট এক চ্যালেঞ্জ।

রাষ্ট্রপুঞ্জের পূর্বাভাস অনুযায়ী, চলতি ক্যালেন্ডারবর্ষে ভারতের বৃদ্ধি ১.২ শতাংশে সীমাবদ্ধ থাকতে পারে। গত বছর বৃদ্ধি হয়েছিল ৪.১%। কিন্তু করোনা যদি দ্বিতীয় বার ঝাপটা দেয়, তা হলে দেশ ও বিশ্বের অর্থনীতির ছবি আরও খারাপ হতে পারে বলে জানিয়েছে রাষ্ট্রপুঞ্জ।

Advertisement

রিপোর্টে আরও বলা হয়েছে, বছরের প্রথম ত্রৈমাসিকে সারা বিশ্বের বাণিজ্য এক বছর আগের তুলনায় প্রায় ৩% কমেছে। আর দ্বিতীয় ত্রৈমাসিকে তা ২৭% কমতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement