Coronavirus

ফান্ড-সমস্যায় দ্রুত কেন্দ্রের পদক্ষেপ দাবি

ফ্র্যাঙ্কলিন জানিয়েছিল, ২৩ এপ্রিল থেকে ওই ছ’টি ফান্ডে নতুন লগ্নি করা বা জমানো টাকা তোলা যাবে না।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২০ ০৪:৫৭
Share:

প্রতীকী ছবি

করোনা সমস্যার জেরে ছ’টি ডেট (ঋণপত্র নির্ভর) মিউচুয়াল ফান্ড বন্ধের কথা ঘোষণা করেছে ফ্র্যাঙ্কলিন টেম্পলটন ইন্ডিয়া। তা নিয়ে দ্রুত কেন্দ্রের পদক্ষেপ দাবি করলেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম। শনিবার বিবৃতিতে তিনি বলেন, এই ঘোষণা দেশের মিউচুয়াল ফান্ড শিল্প, লগ্নিকারী ও আর্থিক পরিষেবার পক্ষে খারাপ খবর। তাই সমস্যা মেটাতে অবিলম্বে কেন্দ্রের হস্তক্ষেপ জরুরি।

Advertisement

ফ্র্যাঙ্কলিন জানিয়েছিল, ২৩ এপ্রিল থেকে ওই ছ’টি ফান্ডে নতুন লগ্নি করা বা জমানো টাকা তোলা যাবে না। ফলে লগ্নিকারীদের প্রায় ৩০,০০০ কোটি টাকা আটকে থাকছে।

চিদম্বরম বলেন, ২০০৮ সালের অক্টোবরের শুরুর দিকে বিশ্ব মন্দার সময়েও নগদ সমস্যায় পড়েছিল ফান্ড সংস্থাগুলি। তখন রিজার্ভ ব্যাঙ্ক, সেবি, মিউচুয়াল ফান্ড সংস্থাগুলির সংগঠন অ্যামফি, ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন-সহ বিভিন্ন পক্ষ একসঙ্গে বসে পদক্ষেপ স্থির করেছিল। দিনের শেষেই রফাসূত্র মেলে ও পরের দিন রিজার্ভ ব্যাঙ্ক ১৪ দিনের জন্য রেপো রেটে ঋণের ব্যবস্থা করেছিল। যার হাত ধরে দ্রুত ফান্ডের সেই সমস্যা এড়ানো গিয়েছিল।

Advertisement

প্রাক্তন অর্থমন্ত্রীর মতে, শনি এবং রবিবার শেয়ার বাজার বন্ধ থাকায় কিছুটা সুবিধা হবে। তার মধ্যে সরকার দ্রুত ব্যবস্থা নেবে বলে তাঁর আশা।

আরও পড়ুন: নিশ্চুপে ভাঙছে আইন, তোপ কর্মী ইউনিয়নের

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement