প্রতীকী ছবি
লকডাউনে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের অধিকাংশ কর্মী বাড়ি থেকে কাজ করছেন। তাই জরুরি পণ্যের তালিকায় ল্যাপটপ, রাউটারের মতো পণ্যগুলিকে যোগ করার জন্য কেন্দ্রের কাছে আর্জি জানাল তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির সংগঠন ন্যাসকম। অন্য দিকে, ইন্টারনেট অ্যান্ড মোবাইল অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার (আইএএমএআই) আর্জি, উপযুক্ত সতর্কতা নিয়েই লকডাউনে ই-কমার্স ব্যবসাকে পুরোদস্তুর ছাড় দিক কেন্দ্র। কারণ বাজারের চাহিদা ও ছোট বিক্রেতা, উভয়ের স্বার্থই দেশের আর্থিক স্বাস্থ্যের প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ।
কেন্দ্রের নির্দেশ, ৩ মে পর্যন্ত ই-কমার্স সংস্থাগুলি জরুরি নয় এমন পণ্য বেচতে পারবে না। ন্যাসকম টুইটে বলেছে, বাড়ি থেকে কাজ করার জরুরি পণ্যের জোগানে সমস্যা হচ্ছে। তাই ই-কমার্স মারফত বিক্রির জন্য অফিস চেয়ার, রাউটার, ল্যাপটপ, কম্পিউটার ইত্যাদিকে জরুরি পণ্য ঘোষণা করা হোক। আইএএমএআই-এর বক্তব্য, কোনটা জরুরি আর কোনটা নয়, সেই বিতর্কের সময় এখন নয়। মানুষের প্রয়োজন মেটানোর পাশাপাশি জরুরি ছোট পণ্যের বিক্রেতা, যাঁরা দোকানের সঙ্গে অনলাইনেও ব্যবসা করেন তাঁদের স্বার্থ রক্ষাও।
আরও পড়ুন: তড়িঘড়ি ত্রাণে আপত্তি পানাগড়িয়ার