Coronavirus

ফোনের বিল নেটেই

লকডাউনে জীবন ঘরবন্দি। তাই ডিজিটাল লেনদেনে সাবলীল হওয়ার চেষ্টা করছেন মানুষ। তা ফোন, বিদ্যুতের বিল মেটানো হোক বা বিমার প্রিমিয়াম দেওয়া। কিন্তু সমস্যায় পড়েছেন বয়স্কদের একাংশ। তাই মূলত তাঁদের কথা মাথায় রেখে কিছু ক্ষেত্রে ডিজিটাল লেনদেনের পদ্ধতি তুলে ধরার চেষ্টা করছে আনন্দবাজার পত্রিকা। আজকের পর্বে থাকছে রিলায়্যান্স জিয়োর মোবাইল, নেটের বিল মেটানো ও রিচার্জের পদ্ধতি।

Advertisement
শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২০ ০৪:৩৫
Share:

পোস্ট পেড বিল

Advertisement

• www.jio.com ওয়েবসাইটে যান।

• উপরের ডান দিকে ‘পে বিল’ ক্লিক করুন।

Advertisement

• ‘কুইক পে’-তে মোবাইল বা অ্যাকাউন্ট নম্বর দিন।

• টাকার অঙ্ক লিখে ‘প্রসিড’-এ ক্লিক করুন।

• কী ভাবে টাকা দেবেন (ডেবিট বা ক্রেডিট কার্ড, ওয়ালেট, ইউপিআই, নেট ব্যাঙ্কিং ইত্যাদি), তা বাছুন।

• তথ্য দিলে নথিভুক্ত মোবাইলে ওটিপি আসবে।

• সেই ওটিপি দিয়ে লেনদেন সম্পূর্ণ করুন।

• সফল হলে এসএমএস ও ই-মেলে রসিদ যাবে।

প্রিপেড ও জিয়োফাই

• একই ওয়েবসাইটে যান।

• উপরের ডান দিকে ‘রিচার্জ’ লেখায় ক্লিক করুন।

• মোবাইল অ্যান্ড জিয়োফাই-তে ক্লিক করুন।

• মোবাইল বা জিয়োফাইয়ের নম্বর দিন।

• স্মার্ট ফোন ও জিয়োফোনে আলাদা ভ্যালিডিটি প্ল্যান থাকে। তার মধ্যে কোনটা চান, সেটা বাছুন।

• প্রকল্প বেছে কী ভাবে টাকা দেবেন ঠিক করে ওটিপি দিয়ে তা মেটান।

• লেনদেন সফল হলে এসএমএসে বার্তা যাবে।

জিয়ো ফাইবার

• সাইটে গিয়ে রিচার্জ ক্লিক করে জিয়ো ফাইবার বাছুন।

• নথিভুক্ত ফোন নম্বর দিন।

• আগের মতোই রিচার্জ প্রক্রিয়া সম্পূর্ণ করুন।

এ ছাড়াও

• মাইজিয়ো অ্যাপে ‘রিচার্জ’ অপশন থেকে প্ল্যান বাছুন। পেমেন্ট মোড বেছে ওটিপি দিয়ে টাকা মেটান।

• বিভিন্ন ওয়ালেট দিয়েও আলাদা ভাবে তা করা যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement