ভোডাফোন
বিল মেটানো
www.vodafone.in ওয়েবপেজের উপরের দিকে ‘পে বিল’ অপশনে গিয়ে ‘পে বিল অনলাইন’ ক্লিক করুন।
মোবাইল নম্বর ও পোস্টপেড বিলের টাকার অঙ্ক লিখুন।
তা জানা না-থাকলে পাশে ‘ফেচ অ্যান্ড ডাউনলোড ইওর বিল’ ক্লিক করে ‘ওয়ান টাইম পাসওয়ার্ড’ (ওটিপি) দিয়ে জেনে নিন।
ওটিপি আপনার নথিভুক্ত (রেজিস্টার্ড) মোবাইলে আসবে।
‘পে নাও’ ক্লিক করে কোন পদ্ধতিতে টাকা মেটাতে চান (ডেবিট বা ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ওয়ালেট, ইউপিআই ইত্যাদি) তা বেছে নিন।
আপনার সেই অ্যাকাউন্টের সঙ্গে নথিভুক্ত (রেজিস্টার্ড) মোবাইল নম্বরে ‘ওটিপি’ এলে তা দিয়ে বিল মেটান।
রিচার্জ
উপরোক্ত ওয়েবপেজটিই খুলুন।
উপরে বাঁ দিকে ‘রিচার্জ’ লেখায় ক্লিক করে ‘প্রিপেড প্ল্যানস’ থেকে পছন্দের প্ল্যানটি বেছে নিন।
পর্দায় বাঁ দিকে ‘বাই প্যাক’ ক্লিক করুন।
পরের পেজে মোবাইল নম্বর দিয়ে ‘কনফার্ম’ ক্লিক করুন।
এর পর কী ভাবে টাকা দিতে চান, বেছে নিয়ে প্রয়োজনীয় তথ্য দিন।
আগের মতোই আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে ‘ওটিপি’ এলে তা দিয়ে বিল মেটান।
লেনদেন সফল হলে তা পর্দায় দেখা যাবে।
আইডিয়া
বিল মেটানো
www.ideacellular.com ওয়েবপেজ খুলুন।
উপরের দিকে ‘পোস্টপেড’-এ ক্লিক করুন।
পরের পেজে মোবাইল নম্বর, বিলের অঙ্ক লিখতে হবে।
টাকার অঙ্ক জানা না-থাকলে একই ভাবে ‘ওটিপি’ দিয়ে তা জেনে নিতে পারেন।
‘পে নাও’-তে ক্লিক করে কী ভাবে টাকা দেবেন তা ঠিক করুন।
মোবাইলে আসা ‘ওটিপি’ দিয়ে লেনদেন সম্পূর্ণ করুন।
রিচার্জ
www.ideacellular.com ওয়েবপেজ খুলুন।
উপরে বাঁ দিকে ‘প্রিপেড’-এ
ক্লিক করুন।
পরের পেজে মোবাইল নম্বর
দিয়ে পছন্দের ‘রিচার্জ প্যাক’ বেছে নিন।
আগের মতোই পেমেন্টের পদ্ধতি বেছে নিয়ে ‘ওটিপি’-র সাহায্যে লেনদেন সম্পূর্ণ করুন।
অ্যাপ ও অন্যান্য
এ ছাড়াও ‘মাই ভোডাফোন’ ও ‘মাই আইডিয়া’ অ্যাপ দিয়েও যথাক্রমে ভোডাফোন ও আইডিয়া গ্রাহকেরা বিল মেটানো ও রিচার্জ করাতে পারেন।
রয়েছে একাধিক ওয়ালেট
থেকে বিল মেটানো ও রিচার্জ করার সুযোগ।