প্রতীকী ছবি
করোনা মোকাবিলায় লকডাউনের মেয়াদ বাড়াচ্ছে বিভিন্ন দেশ। কিন্তু তাতে অর্থনীতি যেমন ধাক্কা খাচ্ছে, তেমনই নড়বড়ে হচ্ছে কাজের বাজার। রাষ্ট্রপুঞ্জের আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও-র আশঙ্কা, বর্ধিত লকডাউনে সারা বিশ্বে শুধু এপ্রিল-জুনেই কাজের সময় এতখানি কমতে পারে, যা ৩০.৫ কোটি পূর্ণ সময়ের কর্মীর চাকরি হারানোর শামিল। সপ্তাহে গড়ে ৪৮ ঘণ্টা কাজের সময় ধরে এর আগের পূর্বাভাসে তা ছিল ১৯.৫ কোটি। অসংগঠিত ক্ষেত্রের ছবিটা আরও খারাপ। ওই হিসেবে সেখানে কাজ হারানোর আশঙ্কা রয়েছে ১৬০ কোটি মানুষের।
এ দিকে, ভারতে শেয়ার মূলধনের হিসেবে এনএসই-তে নথিভুক্ত বৃহত্তম ১০০টি সংস্থার মধ্যে সমীক্ষা চালিয়েছে পরামর্শদাতা সংস্থা ডেলয়েট। রিপোর্টে প্রকাশ, ব্যবসার অঙ্ক ৩০% কমলে ওই ১০০টি সংস্থার মধ্যে ২৭টির পক্ষে বেতন কমানো ছাড়া উপায় থাকবে না। তা না-করলে হাত দিতে হবে সরিয়ে রাখা পুঁজিতে। কিংবা নিতে হবে স্বল্পমেয়াদি ঋণ।