প্রতীকী ছবি
সম্প্রতি বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, তাঁরা যেন বহুজাতিক সংস্থাগুলির কাছে চিন থেকে কারখানা সরিয়ে এনে এ দেশে লগ্নির আহ্বান জানান। এ বার তেমন পরিস্থিতির কথা ভেবে তড়িঘড়ি মাঠে নামল কেন্দ্র নিজেই। রাজ্যে রাজ্যে জমি চিহ্নিত করার কাজ শুরু করে দিল তারা। সরকারি সূত্রের দাবি, করোনা সঙ্কট কাটার পরে কোনও সংস্থা যদি সত্যিই এ দেশে ব্যবসা করার জন্য জায়গা খোঁজে, তখন যাতে হাত কামড়াতে না-হয় তাই এই তোড়জোড়।
সরকারি সূত্রের খবর, গুজরাত, মহারাষ্ট্র, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশের মতো রাজ্যে প্রায় সাড়ে চার লক্ষ হেক্টর জমি কারখানা তৈরির ‘ল্যান্ড ব্যাঙ্ক’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সংশ্লিষ্ট মহলের দাবি, মোদী যা-ই বলুন, লগ্নি টানার ক্ষেত্রে ভারতে জমিজট যে বড় বাধা, তা বিলক্ষণ বোঝে সরকার। শিল্পের জমি পাওয়া সহজ করার জন্য জমি অধিগ্রহণ ও পুনর্বাসন আইন সংশোধন করতে গিয়েও তাদের বিরোধিতার মুখে পড়ে পিছু হঠতে হয়েছে। তাই ‘ল্যান্ড ব্যাঙ্ক’-ই একমাত্র রাস্তা বলে কেন্দ্রের কর্তারা মনে করছেন। কোমর বেঁধে নেমেছেন করোনা-সঙ্কটের মধ্যেই।
আরও পড়ুন: অর্থনীতি ছন্দে ফিরতে লাগবে অন্তত এক বছর