Coronavirus

ম্যাক্স লাইফে শেয়ার বাড়াবে অ্যাক্সিস ব্যাঙ্ক

উল্লেখ্য, গত সপ্তাহে রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ়-ফেসবুক, সোমবার শাপুরজি পালোনজি গোষ্ঠী-কেকেআরের পরে এ নিয়ে এক সপ্তাহের মধ্যে তৃতীয় উল্লেখযোগ্য শেয়ার কেনার ঘোষণার সাক্ষী রইল দেশের বাজার।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২০ ০৬:০২
Share:

প্রতীকী ছবি।

লকডাউনে জীবন ঘরবন্দি হলেও, চুক্তি যে থেমে নেই ফের তার প্রমাণ মিলল মঙ্গলবার। যখন অ্যাক্সিস ব্যাঙ্ক জানাল, জীবন বিমা ব্যবসায় জোর দিতে ম্যাক্স লাইফ ইনশিওরেন্সে অংশীদারি বাড়াতে চলেছে তারা। মূল সংস্থা ম্যাক্স ফিনান্সিয়াল সার্ভিসেসের থেকে জীবন বিমা সংস্থাটির ২৯% শেয়ার হাতে নিতে ১৫৯২ কোটি টাকা ঢালবে ব্যাঙ্কটি। বর্তমানে ব্যাঙ্কের হাতে ১% শেয়ার রয়েছে। বিমা সংস্থার বেশ কিছু প্রকল্পও বিক্রি করে তারা।

Advertisement

সেই সঙ্গে আজ অ্যাক্সিস ব্যাঙ্ক জানিয়েছে, ২০১৯-২০ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে তাদের নিট লোকসান হয়েছে ১৩৮৮ কোটি টাকা। তার আগের বছর এই সময়ে মুনাফা হয়েছিল ১৫০৫.০৬ কোটি। অনুৎপাদক সম্পদ খাতে সংস্থান করতে গিয়েই এই লোকসান।

উল্লেখ্য, গত সপ্তাহে রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ়-ফেসবুক, সোমবার শাপুরজি পালোনজি গোষ্ঠী-কেকেআরের পরে এ নিয়ে এক সপ্তাহের মধ্যে তৃতীয় উল্লেখযোগ্য শেয়ার কেনার ঘোষণার সাক্ষী রইল দেশের বাজার। অ্যাক্সিস ব্যাঙ্ক জানিয়েছে, এই শেয়ার কিনতে ম্যাক্স লাইফ ইনশিওরেন্স এবং ম্যাক্স ফিনান্সিয়াল সার্ভিসেসের সঙ্গে চুক্তি হয়েছে তাদের। ইতিমধ্যেই সায় দিয়েছে তিন সংস্থার পর্ষদ।

Advertisement

বর্তমানে ম্যাক্স ফিনান্সিয়াল সার্ভিসেসের হাতে ম্যাক্স লাইফের ৭২.৫% রয়েছে। ২৫.২৫% জাপানের মিতসুই সুমিটোমোর হাতে। তা কিনবে মূল সংস্থাটি। সব শেয়ার হস্তান্তরের পরিকল্পনা কার্যকর হলে ম্যাক্স লাইফের ৭০% থাকবে ম্যাক্স ফিনান্সিয়াল সার্ভিসেসের হাতে। বাকিটা অ্যাক্সিস ব্যাঙ্কের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement