প্রতীকী ছবি
উত্তর ২৪ পরগনার পরে এ বার হাওড়াতেও জারি হল ব্যাঙ্ক বন্ধ রাখার নির্দেশ। স্টেট লেভেল ব্যাঙ্কার্স কমিটির অধীন হাওড়া জেলায় ব্যাঙ্কগুলির লিড ম্যানেজার মঙ্গলবার এক নোটিসে জানিয়েছেন, হাওড়া পুরসভা ও তার লাগোয়া অঞ্চলে সমস্ত ব্যাঙ্কের শাখা আপাতত বন্ধ রাখতে হবে। এলাকার যে সব জায়গা করোনা অধ্যুষিত বলে চিহ্নিত হয়েছে সেগুলি তো বটেই, এমনকি যেখানে করোনা হানার আশঙ্কা আছে, সেখানেও যাতে পরবর্তী নোটিস পর্যন্ত ব্যাঙ্ক বন্ধ রাখা হয়, তা নিশ্চিত করতেই এই নির্দেশ। গত সোমবার স্থানীয় পুলিশ-প্রশাসন এই অঞ্চলের বেশ কিছু শাখাকে ঝাঁপ আপাতত বন্ধ রাখতে বলেছিল। এ দিন জারি হল সরকারি নির্দেশ।
এ দিকে, ব্যাঙ্কে আসা গ্রাহকদের পারস্পরিক দূরত্ব বজায় রাখার জন্য ভিড় সামলাতে না-পারায় উত্তর দিনাজপুরের বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্কের এক ব্যাঙ্ক মিত্রকে সম্প্রতি পুলিশ আটক করেছিল বলে জানা গিয়েছে। পরে অবশ্য তাঁকে ছেড়ে দেওয়া হয়। তবে বিষয়টি নিয়ে ক্ষুব্ধ ব্যাঙ্ক অফিসারদের সংগঠন আইবকের যুগ্ম সম্পাদক সঞ্জয় দাস বলেন, ‘‘প্রায় সব জায়গাতেই ব্যাঙ্কের শাখায় গ্রাহকেরা ভিড় করছেন। অধিকাংশ ক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য ব্যাঙ্কের ম্যানেজার বা কর্মীদের নির্দেশ তাঁরা মানছেন না। বিষয়টি আমরা অনেক দিন ধরেই পুলিশ প্রশাসনকে জানাচ্ছি। কিছু শাখায় পুলিশ পোস্টিং করা হলেও অনেক জায়গাতেই হচ্ছে না। অথচ কর্মীরা পুলিশি হেনস্থার মুখে পড়ছেন।’’ তাঁর দাবি, শাখার ম্যানেজারের অনুরোধের ভিত্তিতে ব্যাঙ্কের সমস্ত শাখাতেই যেন পুলিশ পোস্টিংয়ের ব্যবস্থা করা হয়।