Coronavirus

করোনা রুখতে পা মেলাল গাড়ি সংস্থাও 

রবিবার মারুতি সুজুকি জানিয়েছে, তাদের গুরুগ্রাম ও মানেসরের কারখানা কবে খুলবে, তা নির্ভর করছে সরকারের নীতির উপর।

Advertisement

নিজস্ব প্ৰতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৩ মার্চ ২০২০ ০৪:৫১
Share:

প্রতীকী ছবি

এত দিন অর্থনীতির ঝিমুনির জেরে গাড়ি বিক্রি কমছিল। এখন চাহিদা শুকিয়েছে করোনাভাইরাসের ঠেলায়। এই অবস্থায় সংক্রমণ এড়াতে সাময়িক ভাবে দেশের বিভিন্ন কারখানা বন্ধ রাখার ঘোষণা করল বেশ কিছু গাড়ি সংস্থা। যার মধ্যে আছে মারুতি সুজুকি, মহীন্দ্রা, হোন্ডা কারস, টয়োটা কির্লোস্কর, সুজুকি মোটরসাইকেল, হিরো মোটো কর্প ইত্যাদি।

Advertisement

রবিবার মারুতি সুজুকি জানিয়েছে, তাদের গুরুগ্রাম ও মানেসরের কারখানা কবে খুলবে, তা নির্ভর করছে সরকারের নীতির উপর। রোহতাকে সংস্থার গবেষণা শাখাটিও বন্ধ। দু’চাকার গাড়ি সংস্থা হিরো মোটো কর্পের কারখানাগুলি বন্ধ থাকছে ৩১ মার্চ পর্যন্ত। বন্ধ থাকবে সংস্থার আন্তর্জাতিক যন্ত্রাংশ কেন্দ্রটি। বাড়ি থেকেই কাজ করবেন কর্মীরা। সুজুকি মোটিরসাইকলও গুরুগ্রামের কারখানা আপাতত বন্ধ রাখছে। ফিয়াট ক্রাইসলার অটোমোবাইলস জানিয়েছে, ৩১ মার্চ পর্যন্ত কারখানা বন্ধ রেখে জীবাণুমুক্ত করার কাজ চলবে। তবে কর্মী ছাঁটাই হবে না। সম্প্রতি পুণের কারখানায় কর্মীর সংখ্যা ন্যূনতম করার কথা এবং সেটি বন্ধ করার ইঙ্গিত দিয়েছিল টাটা মোটরস। সংস্থা সূত্রের খবর, বুধবার থেকে তারাও এ মাসে কারখানা বন্ধ রাখবে। দেশের দু’টি কারখানা ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখছে হোন্ডা কারস।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement