প্রতীকী ছবি।
চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে কেন্দ্রের আর্থিক দায়ের অঙ্ক ছুঁয়েছে ৮৮.১৮ লক্ষ কোটি টাকা। যা নিয়ে শনিবার কেন্দ্রের উদ্দেশে আক্রমণ শানাল কংগ্রেস। তাদের বক্তব্য, অর্থনীতির গতি ধাক্কা খাচ্ছে। এই অবস্থায় বৃদ্ধির চাকাকে কী ভাবে ঠিক রাস্তায় ফেরাতে হবে, সে সম্পর্কে কোনও ধারণাই নেই কেন্দ্রের।
প্রথম ত্রৈমাসিকে আর্থিক বৃদ্ধির হার নেমেছে ছ’বছরের সবচেয়ে নীচে। বাজারে পণ্যের চাহিদা কম। বেসরকারি বিনিয়োগের অবস্থাও তেমন ভাল নয়। বেকারত্বের হারও উদ্বেগজনক। এই অবস্থায় অর্থমন্ত্রকের রিপোর্ট বলছে, এপ্রিল থেকে জুনের মধ্যেই কেন্দ্রের আর্থিক দায় বেড়েছে প্রায় ৪%। ৮৪.৬৮ লক্ষ কোটি টাকা থেকে বেড়ে হয়েছে ৮৮.১৮ লক্ষ কোটি।
এ দিন কংগ্রেসের মুখপাত্র সুপ্রিয়া শ্রীনেত বলেন, ‘‘সরকারের আর্থিক দায় যে জায়গায় পৌঁছেছে তা উদ্বেগজনক। কেন্দ্রের ভাবগতিক দেখে মনে হচ্ছে না অর্থনীতিকে কী ভাবে চাঙ্গা করা যাবে সে সম্পর্কেও তাদের কোনও ধারণা আছে।’’ সরকার এবং রিজার্ভ ব্যাঙ্কের মধ্যেও বোঝাপড়ার অভাব রয়েছে বলে মন্তব্য করেছে কংগ্রেস।