জয়রাম রমেশ। —ফাইল চিত্র।
দেশে ফের জাল নোটের রমরমা দেখা গিয়েছে বলে অভিযোগ বিরোধী কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশের। তাঁর দাবি, কেন্দ্র নকল নোট কমেছে বলে দাবি করলেও তা মানুষের চোখে ধুলো দেওয়া ছাড়া কিছুই নয়। বিরোধী শিবিরের অভিযোগ, বেশি মূল্যের টাকায় জাল নোট দ্রুত বাড়ছে।
সম্প্রতি সংসদে কেন্দ্র জানিয়েছে, কেন্দ্রের পদক্ষেপ জাল নোটের সংখ্যা কমেছে দেশে। তবে রমেশ সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়া তথ্যে সংসদে দেওয়া সরকারেরই পরিসংখ্যান তুলে ধরেছেন। যেখানে দেখা গিয়েছে, ২০১৬ সালে নোটবন্দির পরে চালু হওয়া নতুন সিরিজ়ের ৫০০ টাকা এবং ২০০০ টাকার নোট মিলে চিহ্নিত হওয়া জাল নোট ৫০ শতাংশের বেশি। সেই সঙ্গে ভোটের প্রচারে প্রভূত কালো টাকা ব্যবহার করা হয়েছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অভিযোগের কথাও উল্লেখে করেছেন। সেই প্রেক্ষিতেই রমেশের প্রশ্ন, ‘‘যদি কালো টাকা এবং জাল নোট কমানোই না গেল, তা হলে নোটবন্দি করে লাভ কী হল?’’