India-China Trade

চিন থেকে আমদানি নিয়ে দ্বিধাবিভক্ত শিল্পমহল

সূত্রের খবর, কেন্দ্রের কাছে চিনের ৩৬ জন এঞ্জিনিয়ার ও প্রযুক্তিবিদদের ভিসার আবেদন মঞ্জুরের জন্য আর্জি জানিয়েছে টাটা পাওয়ার সোলার, রিনিউ ফটোভোল্টাইক, আভাডা ইলেকট্রোর মতো সংস্থা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ জুলাই ২০২৪ ০৬:৩৪
Share:

—প্রতীকী চিত্র।

গত সোমবার আর্থিক সমীক্ষায় চিন নীতি ফিরে দেখার পরামর্শ দিয়েছেন কেন্দ্রের মুখ্য আর্থিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরন। বলেছেন আরও বেশি চিনা প্রত্যক্ষ লগ্নি ভারতে টেনে আনার কথা। যদিও এ নিয়ে কিছুটা দ্বিধাবিভক্ত শিল্পমহল। এক দিকে চিনা কর্মীদের ভিসা ত্বরান্বিত করতে কেন্দ্রের কাছে আর্জি জানিয়েছে সোলার মডিউলার সংস্থাগুলি। অপর দিকে ইস্পাত শিল্পের দাবি, চিন থেকে কম দামে পণ্য আমদানি হওয়ায় ধাক্কা খাচ্ছে দেশীয় সংস্থাগুলি। এ নিয়ে সরকারের সঙ্গে কথা বলছে তারা।

Advertisement

সূত্রের খবর, কেন্দ্রের কাছে চিনের ৩৬ জন এঞ্জিনিয়ার ও প্রযুক্তিবিদদের ভিসার আবেদন মঞ্জুরের জন্য আর্জি জানিয়েছে টাটা পাওয়ার সোলার, রিনিউ ফটোভোল্টাইক, আভাডা ইলেকট্রোর মতো সংস্থা। রাজনৈতিক নয়, বরং প্রযুক্তি ও মানবিক দিক দিয়ে তা খতিয়ে দেখতে বলেছে তারা। না হলে প্রকল্পে দেরির আশঙ্কা। এ জন্য তিন সংস্থা দেশে সৌর বিদ্যুৎ প্রকল্প পরিচালনকারী সোলার এনার্জি কর্পোরেশন অব ইন্ডিয়ার কাছে আর্জি জানিয়েছে। তারা আবার তা অপ্রচলিত শক্তি মন্ত্রকের কাছে পাঠিয়েছে। তবে এ নিয়ে কোনও সংস্থা মুখ খোলেনি।

সম্প্রতি জেএসডব্লিউ স্টিলের চেয়ারম্যান সজ্জন জিন্দল বলেন, বিশ্ব জুড়ে ইস্পাতের চাহিদা কম। সেখানেই ভারতে তা বেশি। তার সুযোগে চিন থেকে আমদানি বাড়ছে। ধাক্কা খাচ্ছে দেশীয় শিল্পের মুনাফা। তাঁর বক্তব্য, বহু দেশ চিনা রফতানি রুখতে ব্যবস্থা নিয়েছে। ভারতেও ইস্পাত শিল্প প্রতিযোগিতার সমান পরিবেশ তৈরির জন্য কেন্দ্রের সঙ্গে মিলে কাজ করছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement