CITU

SBI: লিঙ্গ বৈষম্যের অভিযোগ সিটুর

পদোন্নতির ক্ষেত্রেও একই নিষেধাজ্ঞা। সন্তান প্রসবের পরে চার মাস পেরোলে নতুন চাকরি বা পদে কাজ শুরু করার যোগ্য ধরা হবে। এটা বৈষম্যমূলক।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২২ ০৭:১৭
Share:

ফাইল চিত্র।

স্টেট ব্যাঙ্কে মহিলাদের নিয়োগ এবং পদোন্নতির ক্ষেত্রে বৈষম্যমূলক আচরণের অভিযোগ তুলল সিটু। বিষয়টি নিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে চিঠিও দিয়েছে তারা। সংগঠনের সাধারণ সম্পাদক তপন সেন লিখেছেন, স্টেট ব্যাঙ্কের মানবসম্পদ ও কর্পোরেট ডেভেলপমেন্ট বিভাগের ডেপুটি এমডি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, নতুন চাকরি পেলেও কোনও মহিলা তিন মাসের অন্তঃসত্ত্বা হলে তখনই যোগ দিতে পারবেন না। পদোন্নতির ক্ষেত্রেও একই নিষেধাজ্ঞা। সন্তান প্রসবের পরে চার মাস পেরোলে নতুন চাকরি বা পদে কাজ শুরু করার যোগ্য ধরা হবে। এটা বৈষম্যমূলক।

Advertisement

অল ইন্ডিয়া স্টেট ব্যাঙ্ক অফিসার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক সৌম্য দত্ত বলেন, ‘‘বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব।’’ তপনবাবুর দাবি, কেন্দ্র নারীদের ক্ষমতায়ন, সমান অধিকারের কথা বলে। অথচ স্টেট ব্যাঙ্কে উল্টো নীতি। ২০০৯ সালেও এমন পদক্ষেপের চেষ্টা হয়েছিল। তৎকালীন অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়ের হস্তক্ষেপে ব্যবস্থাটি রদ হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement