ফের হুমকি চিনের

বুধবার বেজিংয়ে চিনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র গেং শুয়াং বলেন, ‘‘আমেরিকার এই ব্ল্যাকমেল করার পন্থা চিনের উপর তেমন কাজ করবে না।’’ তাঁর দাবি, দু’দেশের বিরোধ মেটাতে বেজিং আলোচনা চালাতে তৈরি ছিল। কিন্তু আমেরিকা যদি সংঘাত বাড়ানোর মতো কোনও পদক্ষেপ করে, তবে নিজেদের অধিকার ও স্বার্থ বজায় রাখতে পাল্টা পদক্ষেপ করবে চিনও।

Advertisement

সংবাদ সংস্থা

বেজিং শেষ আপডেট: ০২ অগস্ট ২০১৮ ০৩:২২
Share:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চিনের ২০,০০০ কোটি ডলার মূল্যের পণ্যের উপর ১০ শতাংশের বদলে ২৫% আমদানি শুল্ক চাপানোর কথা ভাবছেন বলে খবর প্রকাশিত হয়েছে সংবাদমাধ্যমে। আর তাতেই ফের তেতে উঠেছে সারা বিশ্বের বাণিজ্য মহল। ক্ষোভে ফুঁসছে চিন। শুল্ক যুদ্ধের আঁচ আরও এক প্রস্ত বাড়িয়ে বুধবার ওয়াশিংটনকে কড়া ভাষায় সতর্ক করে জানিয়েছে, তারা যদি চিনের পণ্যে নতুন করে আরও শাস্তিমূলক শুল্ক চাপানোর পথ নেয়, তবে পাল্টা জবাব দেবে বেজিংও।

Advertisement

বুধবার বেজিংয়ে চিনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র গেং শুয়াং বলেন, ‘‘আমেরিকার এই ব্ল্যাকমেল করার পন্থা চিনের উপর তেমন কাজ করবে না।’’ তাঁর দাবি, দু’দেশের বিরোধ মেটাতে বেজিং আলোচনা চালাতে তৈরি ছিল। কিন্তু আমেরিকা যদি সংঘাত বাড়ানোর মতো কোনও পদক্ষেপ করে, তবে নিজেদের অধিকার ও স্বার্থ বজায় রাখতে পাল্টা পদক্ষেপ করবে চিনও।

জুলাইয়ে ৩,৪০০ কোটি ডলারের চিনা পণ্যে ২৫% শুল্ক বসিয়েছে আমেরিকা। এতে রয়েছে গাড়ি, মেশিন, এলইডি, বৈদ্যুতিন পণ্য, কম্পিউটার ইত্যাদি। একই হারে মার্কিন পণ্যে কর বসিয়েছে চিনও। তার পরে আবার বাড়তি ২০ হাজার কোটি ডলারের চিনা পণ্যে ১০% শুল্ক বসানোর হুমকি দেয় আমেরিকা। নতুন বিতর্ক সেই হার বাড়ানো নিয়েই।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement