মঙ্গলবার ফের শুল্ক-যুদ্ধের সমাধানে আলোচনায় বসবে চিন ও আমেরিকা। জুনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চিনের শি চিনফিংয়ের মধ্যে সাক্ষাতের পরে এই প্রথম কথা বলবে দুই দেশ। কিন্তু তার আগে বিশ্ব বাণিজ্য সংস্থায় (ডব্লিউটিও) উন্নয়নশীল দেশের সংজ্ঞা নিয়ে ট্রাম্পের একটি মন্তব্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
ডব্লিউটিও-য় বিধির ছাড়ের সুবিধা নিয়ে বহু উন্নয়নশীল দেশই বিগত কয়েক বছরে বিত্তশালী হয়ে উঠেছে বলে মত ট্রাম্পের। অনেকের বক্তব্য, ভারত, চিনের মতো দেশই তাঁর লক্ষ্য। এই বিষয়টি নিয়েই সোমবার মার্কিন প্রশাসনকে তোপ দেগেছে বেজিং। তাদের বক্তব্য, ডব্লিউটিও-য় চিনের উন্নয়নশীল দেশের তকমা তোলার মার্কিন হুমকি আমেরিকার ঔদ্ধত্য এবং স্বার্থপরতাই প্রমাণ করে।