GDP

সংশোধনে বাড়বে জিডিপি, দাবি উপদেষ্টার

দেশের অর্থনীতির হাল খারাপ বলে তোপ দাগছেন বিরোধীরা। এই অবস্থায় বৃদ্ধির পরিসংখ্যান পাল্টে যেতে পারে বলে জানালেন কেন্দ্রের মুখ্য আর্থিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৪ ০৮:৩৬
Share:

কেন্দ্রের মুখ্য আর্থিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরন। —ফাইল চিত্র।

চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে (জুলাই-সেপ্টেম্বর) ৫.৪ শতাংশে নেমেছে ভারতের আর্থিক বৃদ্ধির হার। যা নিয়ে সমালোচনার মুখে পড়েছে মোদী সরকার। দেশের অর্থনীতির হাল খারাপ বলে তোপ দাগছেন বিরোধীরা। এই অবস্থায় বৃদ্ধির পরিসংখ্যান পাল্টে যেতে পারে বলে জানালেন কেন্দ্রের মুখ্য আর্থিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরন। বৃহস্পতিবার এক সভায় তাঁর আরও বার্তা, শুধু পাল্টানোই নয়। পরে বদলে আরও মাথা তুলতে পারে জুলাই-সেপ্টেম্বরের বৃদ্ধির হার। আর সামগ্রিক ভাবে এই অর্থবর্ষে ৬.৫%-৭% বৃদ্ধির লক্ষ্য ছোঁয়াও অসম্ভব নয়। যা শুনে সংশ্লিষ্ট মহল বলছে, মোদী সরকার বাস্তবটাই অস্বীকার করতে চাইছে। ‘গোলপোস্ট বদলে’ অবস্থা সামাল দেওয়ার চেষ্টায় নেমেছে তারা।

Advertisement

আজ নাগেশ্বরন বলেন, সেপ্টেম্বরে দেশে উৎসবের মরসুমের শুরু ও বর্ষার জের পড়েছে বৃদ্ধিতে। কিন্তু এই তথ্য দেখেই অর্থনীতি খারাপ করছে, সেটা বলাটা ঠিক নয়। কারণ, ভারতের আর্থিক ভিত মজবুত। কয়েকটি ক্ষেত্র হয়তো খারাপ করেছে, যার কারণ অনেক কিছু হতে পারে। উপদেষ্টার বক্তব্য, ‘‘এটা জুলাই-সেপ্টেম্বরের জিডিপি বৃদ্ধির প্রাথমিক অনুমান। আগামী দিনে সেটা পরিবর্তন হয়ে আরও মাথা তুলতে পারে।’’


Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement