ফাইল চিত্র।
রাজ্যের বিদ্যুৎ কর্মীদের জন্য গত অক্টোবরে বেতন কমিটি গড়া হয়েছিল। কর্মী ইউনিয়নগুলির সঙ্গে কথা বলে ও বিভিন্ন দিক খতিয়ে দেখে এ মাসেই বেতন সংশোধনের সুপারিশ চূড়ান্ত করেছে ওই কমিটি।
বিদ্যুৎ দফতর সূত্রে খবর, বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার পর্ষদ সেই সব সুপারিশে সায় দিয়েছে। তবে কবে থেকে তা কার্যকর হবে এবং নয়া বেতন কাঠামো কী হতে চলেছে, তা নিয়ে রাজ্যের বিদ্যুৎ কর্তাদের কেউ মুখ খুলতে চাননি। এ বিষয়ে মন্তব্য করবেন না বলে জানান বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ও।
তবে সূত্রের খবর, নির্দিষ্ট কিছু ভাতা বৃদ্ধির পাশাপাশি বিদ্যুৎ কর্মীদের শনিবার ছুটি দেওয়ার প্রস্তাবও রাখা হয়েছে। তবে শনিবার বণ্টন সংস্থার কোন অফিসগুলি ছুটি থাকবে এবং কি নিয়মে কর্মীরা তা পাবেন, বোঝা যাবে বিজ্ঞপ্তি প্রকাশ হলেই।