আয়কর রিটার্নের ফর্মে ফের কিছু বদল আনল কেন্দ্র। এখন থেকে ৫০ লক্ষ টাকার বেশি রোজগেরেদের দামি সম্পদের তালিকা ও তার বিশদ বিবরণ দিতে হবে সেখানে। এ জন্য আলাদা জায়গা থাকছে। শুধু বাড়ি বা জমির মতো স্থাবর সম্পত্তিই নয়, জমা দিতে হবে ইয়ট, গয়না, গাড়ি, নগদের তথ্য। দেখাতে হবে সেগুলির জন্য কোনও ধার নেওয়া হয়েছে কি না, তা-ও। রাজস্ব সচিব হাসমুখ অধিয়ার দাবি, এত দিন যাঁরা সম্পত্তি কর দিতেন, মূলত তাঁরাই এর আওতায় পড়বেন। উল্লেখ্য, করদাতাদের রিটার্ন দিতে হয় ৩১ জুলাইয়ের মধ্যে।