Nirmala Sitharaman

জিডিপি নিয়ে অভিযোগ ওড়াল কেন্দ্র

কেন্দ্র জানিয়েছে এপ্রিল-জুনে জিডিপি হয়েছে ৭.৮%। কিন্তু বিরোধীদের দাবি, হিসাবের গরমিলের কারণেই এই হার এত বেশি দেখাচ্ছে। না হলে তা আরও কম হওয়ার কথা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৩ ০৮:০৮
Share:

নির্মলা সীতারামন —ফাইল চিত্র।

অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে জিডিপি হিসাবের পদ্ধতি নিয়ে বিরোধী-সহ বিভিন্ন মহলের তোপের মুখে পড়েছিল মোদী সরকার। মূল্যবৃদ্ধি কম দেখিয়ে জিডিপি-কে চড়া দেখানো হয়েছে বলে দাবি করেন তাঁরা। শুক্রবার সেই অভিযোগ উড়িয়ে কেন্দ্রের মুখ্য আর্থিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরনের বক্তব্য, বিধি মেনেই জিডিপি হিসাব হয়েছে। আগে যখন তার নিরিখে জিডিপি কম হত, তখন সমালোচনা হয়নি। তাই এখন তা হওয়া অর্থহীন।

Advertisement

নাগেশ্বরনের বক্তব্যকে হাতিয়ার করে সমালোচকদের একহাত নিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামনও। এ দিন টুইটে তাঁর দাবি, ২০২০-২১ সালের প্রথম ত্রৈমাসিকে অর্থনীতি প্রায় ২৫% কমেছে বলে জানানো হয়েছিল। সেটা ছিল জিডিপি কমার চূড়ান্ত নজির। তখন কিন্তু সমালোকরা সেই হিসাবকে বাহবা দিয়েছিলেন। কারণ, তাঁদের নেতিবাচক বক্তব্যের সঙ্গে সেই পরিসংখ্যান মানানসই ছিল।

উল্লেখ্য, কেন্দ্র জানিয়েছে এপ্রিল-জুনে জিডিপি হয়েছে ৭.৮%। কিন্তু বিরোধীদের দাবি, হিসাবের গরমিলের কারণেই এই হার এত বেশি দেখাচ্ছে। না হলে তা আরও কম হওয়ার কথা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement