ছবি পিটিআই।
অর্থনীতির উপরে করোনার ধাক্কা সামলাতে ২১ লক্ষ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছে কেন্দ্র। কিন্তু তাতে চাহিদা বাড়ানোর কোনও টোটকা নেই বলে অভিযোগ উঠেছে বিভিন্ন মহলে। মঙ্গলবার ‘২০২০ ইন্ডিয়া আইডিয়াজ সামিটে’ অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, অর্থনীতিতে ঘুরে দাঁড়ানোর লক্ষণ যাচ্ছে। তবে প্রয়োজনে আরও পদক্ষেপের ব্যাপারে শিল্প মহলের সঙ্গে সব সময়েই আলোচনায় বসতে রাজি তিনি। নির্মলার বক্তব্য, পণ্য পরিবহণ, শিল্পোৎপাদন, খুচরো আর্থিক লেনদেন— সবেতেই উন্নতির লক্ষণ স্পষ্ট।
যদিও অনেকে মনে করাচ্ছেন, কয়েক দিন আগে খোদ কেন্দ্রেরই প্রধান আর্থিক উপদেষ্টা কৃষ্ণমূর্তি সুব্রহ্মণ্যন স্বীকার করে নিয়েছিলেন, চাহিদা বাড়ানোর জন্য কেন্দ্র এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ করেনি। লকডাউন উঠে গেলে তা করবে।
একই কর্মসূচিতে আর এক কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ী বিদেশি লগ্নিকারীদের ভারতের শিল্প ক্ষেত্রে পুঁজি ঢালার আবেদন জানান। তাঁর বক্তব্য, পরিকাঠামো, ছোট শিল্প, ব্যাঙ্কের ভবিষ্যৎ উজ্জ্বল।