নির্মলা সীতারামন। ফাইল চিত্র।
সংস্থাগুলির সামাজিক দায়বদ্ধতা প্রকল্পে (সিএসআর) টাকা ঢালা নিয়ে মঙ্গলবার একগুচ্ছ সুপারিশ করল কেন্দ্র নিযুক্ত কমিটি। যার মধ্যে রয়েছে, সংস্থাগুলি এই প্রকল্পে বাধ্যতামূলক খরচ না-করলে, তাদের বিরুদ্ধে দেওয়ানি বিধি অনুসারে ব্যবস্থা নেওয়া হোক। রাখা হোক জরিমানার ব্যবস্থা। এই ধরনের কাজে উৎসাহ দিতে করছাড় দেওয়ার প্রস্তাবও দিয়েছে তারা। একই সঙ্গে সরকারি প্রকল্পে লগ্নির ঘাটতি মেটাতে সিএসআর প্রকল্পগুলিকে হাতিয়ার করা ঠিক নয় বলেও মত প্রকাশ করেছে কর্পোরেট বিষয়ক সচিব ইনজেতি শ্রীনিবাসের নেতৃত্বাধীন কমিটি।
অনেকের মতে, সামাজিক দায়বদ্ধতা প্রকল্পে খরচে গরমিল হলে, ২৫ লক্ষ টাকা জরিমানা এবং ৩ বছর পর্যন্ত জেলের বিল সংসদে পাশ হয়েছে সদ্য। তা নিয়ে গত সপ্তাহে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে বৈঠকে ক্ষোভ উগরে দিয়েছে শিল্প মহল। মন্ত্রী অবশ্য প্রতিশ্রুতি দিয়েছেন তেমনটা হবে না!